আজকাল ওয়েবডেস্ক: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। প্রায় ১৫১ কেজি গাঁজা পাচারের আগেই উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেইসঙ্গে বাজেয়াপ্ত হয়েছে দুটি গাড়ি। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজা এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে টোল প্লাজা এলাকায় বিশেষ টহল দিচ্ছিল স্পেশাল টাস্ক ফোর্স। সন্দেহভাজন দুটি পিকআপ ভ্যানে তল্লাশি চালাতেই গাড়ির ভেতর থেকে ১৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা মৌসম সরকার, হাবলু হুসেন, রফিকুল মিঁয়া ও উত্তম চন্দ্র নারায়ণ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তারা সকলেই কোচবিহার জেলার বাসিন্দা। এরা যে গাড়ি করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল সেই পিকআপ ভ্যান ফাটাপুকুর টোল প্লাজার কাছে পৌঁছতে এসটিএফ দাঁড় করায়। ভ্যানে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায়, সেখানে চেম্বার বানিয়ে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। ওই চেম্বার থেকে মোট ২২ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। যার ওজন প্রায় ১৫১ কেজি। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। এই পাচারের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কিনা খতিয়ে দেখছে এসটিএফ।
