আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে চার জন বাংলাদেশি নাগরিককে। ধৃতদের মধ্যে রয়েছেন এক জন মহিলাও। চারজনকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট এবং ভিসা না থাকা সত্ত্বেও এক মহিলা-সহ চার জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। তাঁদের নাম সুমি আখতার, ইমন বিশ্বাস, শঙ্কর বিশ্বাস এবং রূপ কুমার বিশ্বাস। তাঁরা দু'দিন ধরে এলাকারই একজনের বাড়িতে থাকছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে ওই বাড়িতে হানা দেয়।
ধৃত চার জন প্রথমে পুলিশকে জানান, যে বাড়িতে তাঁরা রয়েছেন সেটি তাঁদের আত্মীয়ের। কিন্তু পুলিশকে তাঁরা ভারতে প্রবেশের কোনও বৈধ নথি দেখাতে পারেননি। এর পরেই চার জনকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কি কারণে ওই চার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই দেশে এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
