আজকাল ওয়েবডেস্ক: নিজের গাড়ির ছাদে কাদামাটি মাখিয়ে নতুন ধরনের স্টান্ট দেখানোর ইচ্ছে হয়েছিল উত্তর প্রদেশের মিরাটের ইন্তেজার আলির। কিন্তু সেই স্টান্ট দেখাতে গিয়ে গচ্ছা গেল কড়কড়ে ২৫,০০০ টাকা। ইতিমধ্যেই, ওই ব্যক্তির বিরুদ্ধে স্বতপ্রণোজিত মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু স্টান্টের ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন খোদ পুলিশকর্মীরাও।

 

 

ইন্তেজার আলি নামক ওই ব্যক্তি মিরাটের মুণ্ডালি গ্রামের বাসিন্দা। তাঁর শখ হয়েছিল গাড়ির ছাদে কাদামাটি মাখিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে কসরত দেখাবেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ভিডিওতে দেখা গিয়েছে, ইন্তেজার একটি শাবল দিয়ে তাঁর থার গাড়ির ছাদে কাদামাটি মিশিয়ে মাখাচ্ছেন। এরপর রাস্তার উল্টোদিকের লেনে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন তিনি।

 

 

 

যার ফলে গাড়ির ছাদ কাদামাটি বাতাসে উড়ছে। পিছন থেকে গোটা ঘটনার একটি ভিডিও শ্যুট করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে মিরাট পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পাশাপাশি, প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনাটির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ই-চালান হিসাবে ২৫,০০০ টাকা জরিমানা করেছে।