আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শুক্রবার শুরু হল জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, পৌর প্রধান সুকুমার হালদার সহ অনেকেই। 

 

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর মজিলপুর পৌরসভার ইন্দিরা উদ্যানে হচ্ছে লোকসংস্কৃতি উৎসব। শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলার অনুষ্ঠানই নয়, এদিন শুরু হয়েছে হুগলি জেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠানও। উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনদিন ব্যাপী চলা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার শতাধিক লোকশিল্পী।