বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ নভেম্বর ২০২৪ ২১ : ৫২Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ১ (ডিয়ামানটাকোস)
নর্থ ইস্ট ইউনাইটেড - ০
সম্পূর্ণা চক্রবর্তী: অবশেষে শাপমুক্তি। ঘুরল ভাগ্যের চাকা। আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারাল অস্কার ব্রুজোর দল। মাহেন্দ্রক্ষণ এল দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের হাত ধরে। ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোল গ্রিক স্ট্রাইকারের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের। এদিন ম্যাচের সেরা অস্কার ব্রুজো। স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজিতেই জয়। ম্যাচের রিং মাস্টার তিনি। নিজের দলের প্লেয়ারদের পজিশনিং থেকে শুরু করে ট্যাকটিক্স, বিপক্ষকে জোনাল মার্কিং, সবেতেই বিপক্ষের কাউন্টারপার্টকে টেক্কা দিলেন অস্কার। আগের দিন ন'জন মিলে মহমেডানের বিরুদ্ধে ড্র করায় আত্মবিশ্বাস বেড়েছিল। সেই পালে চড়েই এল প্রথম জয়। এএফসি কাপের পর আবার জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। যুবভারতী থেকেই শুরু হয়ে গেল সুপার সিক্সের যোগ্যতাঅর্জনের লড়াই। নিঃসন্দেহে এই জয় বদলে দেবে লাল হলুদকে।
২০ দিনের ব্যবধানের পর সত্যিই এক ভিন্ন ইস্টবেঙ্গলকে দেখা গেল। আগ্রাসী ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্কার। কথা রাখলেন। সামনে একা ডিয়ামানটাকোসকে রেখে একটু পেছন থেকে মাদি তালালকে খেলান লাল হলুদের স্প্যানিশ কোচ। মহমেডান ম্যাচে লাল কার্ড দেখায় ছিল না দুই প্লেমেকার নাওরেম মহেশ এবং নন্দকুমার। তাঁদের জায়গার শুরু করেন পিভি বিষ্ণু এবং জিকসন সিং। প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। জিকসনের পাস থেকে সামনে একা নর্থ ইস্ট কিপার গুরমীতকে পেয়েও গোলে রাখতে পারেননি বিষ্ণু। তার তিন মিনিট পর আবার সুযোগ। মাদি তালালের ফ্রিকিক বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান নর্থ ইস্ট কিপার। এদিন অস্কার ব্রুজোর ছকে বোতলবন্দি হয়ে যান আলাদিন আজারেই। মরক্কোন স্ট্রাইকার বল পেলেই চারপাশ থেকে ছেঁকে ধরছিল লাল হলুদের প্লেয়াররা। সবসময় আলাদিনের গায়ের সঙ্গে দু'জন সেঁটে ছিল। তারমধ্যেও কয়েকবার ছিটকে বেরিয়ে বিপক্ষে বক্সে প্রবেশ করেন। ১৩ মিনিটে প্রথম সুযোগ নর্থ ইস্টের। আজারেইয়ের শট বাইরে যায়।
শুক্র সন্ধেয় চেনা ছন্দে পাওয়া যায়নি ডুরান্ড কাপ জয়ীদের। বরং অনেক ভাল খেলে ইস্টবেঙ্গল। মরশুমের শুরুতেই যুবভারতীতে ইতিহাস লিখেছিল জন আব্রাহামের দল। কিন্তু এদিন ছন্নছাড়া দেখায় নর্থ ইস্টকে। জুয়ান পেদ্রো বেনোলিকে মাত দেন অস্কার ব্রুজো। তাঁর জোনাল মার্কিংয়ে আটকে যায় নেস্টর, জিতিনরা। গত মরশুমে এই জুটি নিজেদের ঘরের মাঠে ক্লেইটনদের ঘাম ছুটিয়ে গিয়েছিল। কিন্তু এদিন জিতিনের সেই বিষাক্ত দৌড় উধাও। ম্যাচের ২৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। মাদি তালালের ক্রস থেকে হেডে ১-০ করেন গ্রিক স্ট্রাইকার। বিরতির আগেই সমতা ফেরাতে পারত নর্থ ইস্ট। ম্যাচের ৩৮ মিনিটে সামতের ক্রস থেকে আলাদিনের হেড ক্রসপিসে লাগে। ফিরতি শট মারতে পারেননি মরক্কোন। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর সুযোগ ছিল ডুরান্ড জয়ীদের সামনে। কিন্তু পরিবর্ত ফুটবলার গুইলারমোর গোল ফাউলের জন্য বাতিল হয়ে যায়। স্প্যানিয়ার্ড শট নেওয়ার আগে আনোয়ারকে ফাউল করেন আলাদিন। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টির দাবি করে ইস্টবেঙ্গল। বিষ্ণুকে ফাউল করেন বেকে ওরাম। কিন্তু কর্ণপাত করেননি রেফারি। এদিন যথেষ্ট ভাল খেলে লাল হলুদের রক্ষণ। গোল সংখ্যা না বাড়লেও প্রায় একপেশে ম্যাচ। প্রশংসা করতেই হবে লাল হলুদ কোচের। তবে ম্যাচের শেষ ২৮ মিনিট দশজনের নর্থ ইস্টকে পেয়েও গোল সংখ্যা বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে বিষ্ণুকে ফাউল করে দ্বিতীয় হলুদ, অর্থাৎ লাল কার্ড দেখেন বেমামের। ম্যাচের অন্তিমলগ্নে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চুংনুঙ্গা।
#East Bengal#Oscar Bruzon#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অবশেষে মিলল সমাধানসূত্র, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি! ইঙ্গিত আইসিসি কর্তার...
অ্যাডিলেডে কত নম্বরে ব্যাট করবেন রাহুল? রোহিত বললেন... ...
'বাবাকে কাঁদতে দেখেছিলাম', আবেগপ্রবণ নীতীশ শোনালেন তাঁর উত্থানের কাহিনি ...
পাকিস্তানের বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জিতল জিম্বাবোয়ে, এড়াল হোয়াইটওয়াশ ...
তুমি ধীরে বল করছো কেন! যশস্বীর স্লেজিংয়ের জবাবে কী বলেছিলেন স্টার্ক? ...
ধোনির দলের ৩০ লক্ষের স্পিনারের টি-২০ তে হ্যাটট্রিকের রেকর্ড...
ঠিক যেন ধোনি! অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কিপার হরবংশ ফেরালেন মাহির স্মৃতি ...
কেমন হবে অ্যাডিলেডের দিন-রাতের টেস্টের পিচ? কী বললেন কিউরেটর? ...
ছোটদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, পঞ্চমবার খেতাব জিতে রেকর্ড ...
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমও ড্র, বিশ্বজয়ীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন গুকেশ ...
দীর্ঘদিন পর এক মঞ্চে শচীন-কাম্বলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও...
নেটে ডবল শিফটে প্রস্তুতি রোহিতের, কত নম্বরে নামবেন? ...
১১ দিনে ৬ ম্যাচ! মুস্তাক আলিতে দারুণ বোলিং সত্ত্বেও অস্ট্রেলিয়া সফর ঘিরে ধোঁয়াশা ...
বড় সেটব্যাক তারকা পুত্রের, মুস্তাক আলিতে দল থেকে বাদ পড়লেন...
অ্যাডিলেডে কিংবদন্তির রেকর্ড ভাঙার হাতছানি যশস্বীর সামনে...