শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | হুগলি জেলায় শুরু 'বাংলা মোদের গর্ব', অংশ নিচ্ছেন শতাধিক লোকশিল্পী

দেবস্মিতা | ২৯ নভেম্বর ২০২৪ ২২ : ০২Debosmita Mondal


মিল্টন সেন, হুগলি: মহিলা ঢাকিদের ঢাকের শব্দ সঙ্গে আদিবাসী নৃত্য, রণ পা, বহুরূপী-সহ আরও নানান উপস্থাপনার মধ্য দিয়ে সাড়ম্বরে শুরু হল 'বাংলা মোদের গর্ব'। প্রতিটি জেলাতেই এই অনুষ্ঠান উদযাপিত হয়। এবার শুরু হল হুগলিতে। জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ভদ্রেশ্বর কল্যাণ সংঘ ময়দানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধাড়া, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ অনেকেই।