নিজস্ব সংবাদদাতা: এইমুহূর্তে স্টার জলসায় ‘দুই শালিক’ ধারাবাহিকে ‘ঝিলিক’-এর চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত। মাত্র কয়েকদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক, তবে ব্যক্তিগত এক ক্ষতির কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নন্দিনী। সামাজমাধ্যমে নিজেই সেকথা ভাগ করে নিয়েছেন তিনি।
অভিনেতা-অভিনেত্রীদের জন্য সামাজমাধ্যম তাদের কাজের একটি অংশ, যোগাযোগের বিস্তৃতি। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ সবটাই হয় সামাজিক মাধ্যমে। অনেক ক্ষেত্রে এই মাধ্যমে ফলোয়ার্সদের সংখ্যা দেখেও প্রজেক্টে এখন শিল্পী নির্বাচন করা হয়, তাই অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সামাজমাধ্যম। এহেন আবহে নন্দিনীর দু’টি সামাজিক মাধ্যম হ্যাকড হয়! একটি উদ্ধার করা গেলেও অন্যটি সম্ভবত আর পাবেন না অভিনেত্রী।
অনেক পুরনো অ্যাকাউন্ট হওয়ায় ফলোয়ার্স সংখ্যা ছিল বেশ বেশি। এক মুহূর্তে সেসব সবকিছুই হারিয়ে ফেললেন নন্দিনী। এ প্রসঙ্গে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “গতকাল সমাজমাধ্যমে আমার দুটি অ্যাকাউন্ট হ্যাকড হয়। একটি উদ্ধার করা গেলেও আরেকটি আর সম্ভব হয়নি। তোমাদের সাপোর্ট ছাড়া আমার আর কিছুই করার নেই। আশা করছি, আমার পুরনো অ্যাকাউন্ট ফিরে পাব নয়তো নতুন একটি তৈরি করব। এই পুরো প্রসেসটার মধ্যে আমি অনেক কিছু নিয়ে ডিল করছি, দয়া করে তোমরা পাশে থেকো এবং তোমাদের দিক থেকে কোনও সমাধানের উপায় থাকলে আমায় অবশ্যই জানিও। আমার সকল অনুরাগীকে অনুরোধ করছি আমার পাশে থেকো, এই খারাপ সময় আমি ঠিক কাটিয়ে উঠবো।”
সমাজমাধ্যমে ফলোয়ার্স সংখ্যা বাড়াতে সম্ভবত ফের শূন্য থেকেই শুরু করতে হবে নন্দিনীকে। ঠিক সেই কারণেই সকলকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।
