ভরা বসন্তে দুই বঙ্গে আবহাওয়ার বিরাট পরিবর্তন। একদিকে ঝেঁপে নামবে বৃষ্টি। অন্যদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। চড়া রোদে তীব্র গরম অনুভূত হবে জেলায় জেলায়।
2
8
এদিকে আজ থেকে একটানা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় জেলায়। জারি রয়েছে সতর্কতাও। মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলার একদিকে স্বস্তির আবহাওয়া থাকলেও, অন্যদিকে গরমে বেজায় অস্বস্তি অনুভূত হবে।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
4
8
আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ আরও চড়বে। আগামী পাঁচদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দু'-চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
5
8
ঊর্ধ্বমুখী পারদে আবারও গলদঘর্ম দশা ফিরবে দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
6
8
দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে তাপমাত্রা বাড়লেও, মার্চের দ্বিতীয় সপ্তাহেও মনোরম আবহাওয়া উত্তরবঙ্গে। এখানকার কোনও জেলায় আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে না।
7
8
আবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
আজ দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে আবার শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।