আজকাল ওয়েবডেস্ক : চা পান করতে সবাই পছন্দ করেন। আট থেকে শুরু করে আশি সকলেই চায়ের ভক্ত। শুধু ভারত নয় গোটা বিশ্বজুড়ে নিজের কাজ সুনামের সঙ্গে করে চলেছে চা। প্রবল গরমে যেমন চা না হলে দিন কাটে না। ঠিক তেমনি বর্ষার দিনে হাতে চায়ের কাপ না হলে মনটা যেন কেমন কেমন করে। ঠিক সেভাবে শীতের দিনে চায়ের স্বাদ শরীরে যেন এক আলাদা অনুভূতি নিয়ে আসে। 

 

এতো গেল চায়ের সুখের খবর। তবে জানেন কী চা আপনার কাছে হয়ে উঠতে পারে বিষ। চমকে যাওয়ার মতো হলেও এটাই সত্যি। তিনটি জিনিস রয়েছে। যদি সেগুলি চায়ের সঙ্গে মিশে যায় তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। 

 

চা পান করে যদি সুস্থ থাকতে চান তাহলে দুধ চা কখনোই পান করবেন না। চায়ের সঙ্গে যদি দুধ মেশানো হয় তাহলে যেটি তৈরি হয় তার ফলে পেটের মধ্যে নানা ধরণের সমস্যা হতে পারে। পেট ব্যাথা থেকে শুরু করে গ্যাস পর্যন্ত হতে পারে। 

 

চায়ের সঙ্গে গুড় কখনও খাবেন না। গুড় তৈরি করার সময় যে বিশেষ জিনিস দেওয়া হয় সেটার সঙ্গে চা মিশে গেলে পেটের মধ্যে বিষাক্ত মিশ্রণ তৈরি করে দেয়। এতে দেহে নানা সমস্যা হতে পারে। বেশি দেরি হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

 

চায়ের সঙ্গে নুনজাতীয় কোনও খাবার খাবেন না। এতে আপনার পেটের হজম শক্তি নষ্ট হয়ে যাবে। আর সেটা যদি হয় তাহলে কোনও খাবার আপনি আর হজম করতে পারবেন না।