সোমবার ০৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ নভেম্বর ২০২৪ ১১ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বীরভূম জেলার মহম্মদবাজারে পুলিশের সক্রিয়তায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে গেল। বুধবার গভীর রাতে মহম্মদবাজার থানার পুলিশ ভাঁড়কাটা গ্রামের একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, একাধিক কার্তুজ, ধারালো অস্ত্র, এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মহম্মদবাজার থানা এলাকার বিভিন্ন পাথর খাদান এবং জাতীয় সড়কে ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য পেয়ে পুলিশ একটি বিশেষ দল গঠন করে। সোর্স মারফত খবর পেয়ে অভিযুক্তদের ঘিরে ফেলে পুলিশ তাদের আটক করে। এবিষয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুষ্কৃতীরা ওই দোকানে মাছ ভাজা চেয়ে অপেক্ষা করছিল। তখন তাদের দেখে পুলিশের এক সোর্সের সন্দেহ হয়। খবর যায় পুলিশের কাছে। শেষপর্যন্ত মাছ ভাজা আর খাওয়া হয়নি ওই দুষ্কৃতীদের। তার আগেই পুলিশ সবাইকে ধরে।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে সাম্প্রতিককালে মহম্মদবাজার এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, পাথর খাদান এবং জাতীয় সড়ক এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে।
ধৃতদের মহম্মদবাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানায়, ধৃতরা একটি সংগঠিত ডাকাত দলের সদস্য এবং তাদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এই দলটি আরও অপরাধমূলক কাজের পরিকল্পনার কথা স্বীকার করতে পারে বলে মনে করছে পুলিশ।
একইসঙ্গে মহম্মদবাজার থানা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে এবং অপরাধ দমনই থাকবে তাদের মূল লক্ষ্য।
এই অভিযানের মাধ্যমে পুলিশের সক্রিয়তা যেমন প্রমাণিত, তেমনই সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে। মহম্মদবাজার থানার তরফে জানানো হয়েছে, অপরাধমূলক কার্যকলাপ রুখতে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।
#birbhum#birbhum police#police arrest#arrest#fish fry
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...
অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...
শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...
এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...
'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...
ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...
নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...
'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...
আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...
সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ...
দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...
জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর...
সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...
মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার...