আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে সেলফি পোস্ট করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী টিম ওয়াটস। বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ করে ‘ফ্যানবয় মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যানবেরার পার্লামেন্ট হাউসে ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সেখানে উপস্থিত ছিলেন বিরাট কোহলিও। সেখানেই কোহলির সঙ্গে ছবি তুলে টিম ওয়াটস সেটি শেয়ার করেন। ওয়াটসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরও একটি ছবি দেখা গিয়েছে যেখানে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি পরে রয়েছেন।

 

 

অস্ট্রেলিয়ার মন্ত্রীর এই ফ্যানবয় মোমেন্ট বিরাট কোহলির বিশ্বব্যাপী জনপ্রিয়তার আরও একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তার খেলার দক্ষতা এবং ক্যারিশমা শুধু ভক্তদেরই নয়, বিশ্বনেতাদেরও মুগ্ধ করেছে। ক্রিকেট মাঠের বাইরেও তার প্রভাব দেখা গিয়েছে বারবার। ইনস্টাগ্রামের পোস্টের ক্যাপশনে টিম ওয়াটস জানান, কোহলির সঙ্গে আইপিএল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্পর্কে আলোচনা হয়েছে তাঁর। তিনি লেখেন, ‘আমি আইপিএলে আরসিবির সমর্থক। এটাই একমাত্র সময় যখন আমি বিরাট কোহলিকে সমর্থন করতে পারি। আমি বিরাটের খেলার প্রশংসা করেছি এবং জানিয়েছি যে আমি তাঁর খেলা দেখতে পছন্দ করি। 

 

 

কারণ বিরাট একজন অস্ট্রেলিয়ানের মত ব্যাট করেন। তবে অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় নয়’! অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এই সাক্ষাতের ছবি শেয়ার করা হয়। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং জসপ্রীত বুমরা ও বিরাট কোহলির প্রথম টেস্টে পারফরম্যান্সের প্রশংসা করেন। রোহিত শর্মা পার্লামেন্ট হাউসে একটি সংক্ষিপ্ত বক্তৃতাও দেন। আগামী ৩০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ক্যানবেরাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অ্যাডিলেডে দিন রাতের টেস্টের আগে এই প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।