আজকাল ওয়েবডেস্ক: মহাকাশেই আটকে সুনীতা ইউলিয়ামস। সর্বক্ষণ নজর তাঁর পরিস্থিতির উপর। কেমন আছেন তিনি? দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন? কবে ফিরে আসবেন পৃথিবীতে? সর্বক্ষণ গবেষক, অনুরাগীদের মধ্যে হাজারো প্রশ্ন। তার মাঝেই সুনীতা দিলেন খুশির খবর। জানালেন, মহাকাশে আছেন তো কী হয়েছে? অন্যান্যবারের মতোই এবারেও তিনি সেখানেই পালন করবেন থ্যাঙ্কসগিভিং ডে। বিশেষ দিনে তাঁর পাতে থাকবে বিশেষ খাবার। মেনুও জানিয়েছেন তিনি।

তার আগে একটু বলে নেওয়া যাক, কী এই থ্যাঙ্কসগিভিং দিবস? প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশেষ দিন পালন করা হয়। বিশেষ দিনে, পরিবারের সকলে, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে থাকেন। টেবিলে থাকে পছন্দের খাবার। চলে হইচই, হুল্লোড়। জীবনের উদযাপন এককথায়। নাসা একটি ভিডিও শেয়ার করেছে। তাতে পৃথিবীর সকলকে থ্যাঙ্কসগিভিং ডে-র শুভেচ্ছা জানিয়েছেন সুনীতা। বলেছেন, ‘যাঁরা পৃথিবীতে রয়েছেন, যাঁরা আমাদের সমর্থন করছেন, সবাইকে থ্যাঙ্কসগিভিং-এর শুভেচ্ছা।‘ 

মহাকাশে তাঁরা থাকলেও, নাসা বিশেষ দিন উদযাপনে তাঁদের জন্য বাটারনাট স্কোয়াশ, আপেল, সার্ডিন এবং স্মোকড টার্কি, ম্যাশড পোটাটোর ব্যবস্থা করেছে। বিশেষ দিনে, বিশেষ খাবার খেয়েই উদযাপন করবেন তাঁরা। উল্লেখ্য,  সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৬ জুন থেকে মহাকাশেই আটকে রয়েছেন। তাঁদের মহাকাশ মিশন মূলত আটদিনের থাকলেও, বোয়িং স্টারলাইনারের প্রযুক্তিগত সমস্যার কারণে দীর্ঘদিন সেখানেই আটকে তাঁরা। দিনকয়েক আগেই সুনীতার ছবি প্রকাশ্যে এসেছিল, তা দেখে অনেকেই বলেছেন, মহাকাশে থাকার কারণে, বড় প্রভাব পড়েছে সুনীতার শরীরে। অনেকটাই শীর্ণকায় হয়েছেন তিনি।