সংবাদ সংস্থা মুম্বই: এআর রহমানের সঙ্গে সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবনে এবার বিচ্ছেদের পথে হেঁটেছেন রহমান-সায়রা। একই সঙ্গে রহমানের গানের দলের সদস্য, গিটারিস্ট মোহিনী দের বিয়ে ভাঙায় রহমানের সঙ্গে তাঁর প্রেমচর্চাও শুরু হয়। রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ঘুরছে নেটপাড়ায়। এই অস্কারজয়ী সুরকারের  বিবাহবিচ্ছেদের ঘোষণা হওয়ার  কয়েক ঘন্টার মধ্যে মোহিনীর বিচ্ছেদের ঘোষণার পরেই শুরু হয়েছিল এই জল্পনা! ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন মোহিনী। 

 

এরকম আবহে নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে মোহিনীর একটি পোস্ট। যেখানে দেখা যাচ্ছে হাতে একটি গিটার ধরে রয়েছেন এই গিটারিস্ট এবং তাঁর ক্যাপশনে তিনি লিখেছেন, “মনে হয়, দ্বিতীয়বারের জন্য প্রেমে পড়েছি।” এই ক্যাপশন থেকেই দুইয়ে দুইয়ে চার করছে নেটপাড়ার বড় একটি অংশ। আসলে, নিজের গিটারের প্রতি ভালবাসা থেকেই ওই ক্যাপশনটি লিখেছিলেন রহমানের দলের এই চর্চিত গিটারিস্ট। কিন্তু এই লেখার অন্য অর্থ বের করেছে নেটপাড়া। এইমুহূর্তে বিদেশে রয়েছেন মোহিনী।  

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mohini Dey (@dey_bass)