আজকাল ওয়েবডেস্ক: প্যান ২.০ অতি সহজেউ ধরে ফেলতে পারে নকল প্যান কার্ড। যদি দ্রুত নকল প্যান কার্ডটি জমা না করা হয় তাহলে হতে পারে ১০ হাজার টাকা জরিমানাও। এই কথাগুলি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। তবে এটাই চরম সত্যি। যারা করদাতা রয়েছেন তাদের কাছে যদি বৈধ প্যান কার্ড থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই। তবে যদি সেটি না থাকে তাহলে তারা প্যান ২.০ দ্রুত করে নিন।

 

যদি কখনও জানতে পারেন যে আপনার প্যান কার্ডের নকল আরেকটি প্যান কার্ড রয়েছে তাহলে ভয় পাবেন না। দ্রুত সেটিকে জমা করে দিন। নাহলে মোটা টাকার জরিমানা হতে পারে। যদি আপনার মনে কোনও সন্দেহ থাকে তাহলে গিয়ে পরীক্ষা করে দেখে নিন আপনার নম্বরে অন্য একটি প্যান কার্ড রয়েছে কীনা। কেন্দ্রীয় সরকার অবৈধ প্যান কার্ডকে সকলেই খুঁজে বের করতে পারবে। কোনও ব্যক্তি একাধিক প্যান কার্ড রাখতে পারেন না। যদি কারও কাছে তা থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্যান কার্ডকে যাতে নকল না করা যায় সেজন্যেই নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকছে। এরফলে সরকার অতি সহজেই প্যান কার্ডের হিসেবনিকেশ বুঝতে পারবে। নিরাপত্তার দিকটি আরও নিশ্চিত করবে প্যান ২.০। যেকোনও ধরণের কারচুপি রুখতে প্যান ২.০ যে ভূমিকা নেবে তার কাছে হার মানবে প্রতারকদের কারচুপিও। নতুন প্যান ২.০ দেশের প্রতিটি নাগরিককে বিশেষ সুরক্ষা প্রদান করবে। যার ফলে আয়কর বিভাগ আরও কিছুটা নিশ্চিন্ত হতে পারবে।