বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | রাসায়নিক বিষ স্প্রে-র আতঙ্কে অর্জুন রাখছেন বিশেষ চশমা, তৃণমূলের কটাক্ষ ‘কেমিক্যাল ইমব্যাল্যান্স’ 

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ১৭ : ১৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধান অর্জুন সিংকে ভবানী ভবনে ফের তলব করা হয়েছিল। তলবে সাড়া দিয়ে‌ বৃহস্পতিবার ব্যারাকপুর থেকে অর্জুন ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন বাড়ির কাছে হনুমান মন্দিরে পুজো দিয়ে। আর সেখানেই আলচনায় উঠে এল অর্জুনের বিশেষ চশমা। জানালেন, সিআইডি যাতে তাঁর চোখে 'রাসায়নিক বিষ' দিতে না পারে সেই জন্য সঙ্গে নিয়েছেন বিশেষ এক ধরনের চশমা। 


বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে হাজিরা দিতে যাওয়ার আগে অর্জুন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, 'গত ১৬ নভেম্বর আমাকে সিআইডি ভবানীভবনে তলব করেছিল। চার ঘণ্টা আমাকে বসিয়ে রেখেছিল। কোনও লাভ হয়নি। আজ আবার আমাকে যেতে বলেছে। শুধু শুধু হেনস্থা করার জন্য আমাকে বারবার সিআইডি ভবানীভবনে ডেকে পাঠাচ্ছে।' তখনই জানান, সঙ্গে নিয়েছেন সাদা কাচের বিশেষ এক ধরনের অত্যাধুনিক চশমা। অর্জুনের বক্তব্য, রাসায়নিক বিষ স্প্রে করা হতে পারে। সেই আতঙ্ক থেকেই বিশেষ ধরনের অত্যাধুনিক চশমা সঙ্গে নিয়ে বেরিয়েছেন। রাসায়নিকের প্রতিক্রিয়ার সময়সীমা নিয়েও এদিন নিজের মতামত জানান অর্জুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যও করেন তিনি।

এর আগেও তলবে সাড়া দিয়ে ভবানী ভবনে গিয়েছিলেন অর্জুন। সেবার বলেছিলেন, ‘এখানে তো কিছু খাব না। কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে। মরে যাব। তিন মাসের মধ্যে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে যাবে। আজকাল কিছু খাওয়ানোরও দরকার নেই। চেয়ারে লাগিয়ে দিলে, তা থেকে হাতে লাগলেই হয়ে যায়। দু’ মাস পরে মারা যাবেন। আমার কিছু হলে সরকার দায়ী থাকবে।'

প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার পুরপ্রধান পদে ছিলেন। ওই সময় বিভিন্ন প্রকল্পে টেন্ডারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। সিআইডি ভাটপাড়া পরসভার আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে। সিআইডির প্রাথমিক অনুমান, পুরসভায় মোট চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।  ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে সিআইডি তাঁকে ভবানীভবনে ডেকে পাঠিয়েছিল। সম্প্রতি রাজ্য গোয়েন্দা সংস্থা ওই মামলার তদন্তের জাল গোটাতে শুরু করেছে। রাজ্যের ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের পরের দিন ১৪ তারিখ অর্জুন ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছিলেন। সেদিনও তৃণমূল নেতা তথা জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই ভুল বকছেন। 


ফের এদিন অর্জুন বেলাগাম হতেই, কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'মনে হচ্ছে অর্জুন সিং-এর শরীরে 'কেমিক্যাল ইমব্যালেন্স' হয়েছে। তাই এই ধরনের ভুলভাল কথা বলছে। আসলে যে মামলায় সিআইডি অর্জুনকে ডেকেছে সেই মামলায় অর্জুন যে অপরাধী সেটা নিজেও জানে। ফলে গ্রেপ্তারি এড়াতে এই ধরনের বাহানা করছে যাতে শরীর খারাপের ছুতো দেখিয়ে গ্রেপ্তারি এড়ানো যায়।‘


#Arjun Singh#BJP#CID#Bhwani Bhwan#West Bengal CID



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মার্চে লন্ডন যেতে পারেন মমতা

অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...

বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...

সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...

বেঙ্গালুরুর পর এইচএমপিভির থাবা কলকাতায়, আক্রান্ত ছ’ মাসের শিশু...

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের...

ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...

রবিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল, জানুন হাওয়া অফিস কী বলছে...

যুবকের রহস্যমৃত্যু, শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়...

বেহালা চৌরাস্তায় সৌরভের মেয়ের গাড়িতে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন সানা ...

একেবারে বদলে যাবে বাংলা, ২০২৫-এ কোন কোন বড় প্রকল্পের সূচনা? ...

কনকনে ঠান্ডার মধ্যেও খারাপ খবর, জানুন হাওয়া অফিস কী জানাল...

‘তোমরা বাংলার গর্ব’, কোচ সঞ্জয় সেনকে বিশেষ ধন্যবাদ দিয়ে সন্তোষ জয়ী বাংলা দলের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী...

‘আমি করে থাকলে আমাকেও ব্ল্যাকলিস্টেড করো’, বেআইনি জমি জবর দখলে রেয়াত নয় কাউকে, কড়া বার্তা মমতার ...



সোশ্যাল মিডিয়া



11 24