আজকাল ওয়েবডেস্ক: পড়নে ঘিয়ে রঙের তসরের ধুতি, জোড়, বুকে শ্যামসুন্দরের বিগ্রহ, মাথায় লাল ছাতা। তিনি সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সদস্য রিতব্রত বন্দ্যোপাধ্যায়। দলে থাকলে সম্পাদকমন্ডলীর সদস্য হতে পারতেন তিনি। কমিউনিজম নিয়েই কেটে গিয়েছে ঋতব্রতর ছাত্রজীবন। তাঁকেই দেখা গেল রাস উৎসবে শান্তিপুর শহর পরিক্রমায়। সেই ঋতব্রত আজ থেকে প্রায় সাত বছর আগে তৃণমূলে যোগ দেন। বর্তমানে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তিনি।। ক্ষমতার লোভে সিপিআইএমের মেকি আদর্শকে মেনে নেননি ঋতব্রত।
বর্তমানে তৃণমূল স্তরের শ্রমিক সংগঠন সামলানোর দায়িত্বে রয়েছেন তিনি। রাস উৎসবের ঠিক পরেই শান্তিপুরে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে শতাব্দী প্রাচীন কৃঞ্জভঙ্গ উৎসব অনুষ্ঠিত হয় শ্যামসুন্দর আর রাধার বিগ্রহ নিয়ে। গোটা শান্তিপুর প্রদক্ষিণ করে এই বিগ্রহ। বুকে সেই বিগ্রহ জড়িয়ে শান্তিপুর ভ্রমণ করেন তিনি। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি বলেন, কুঞ্জভঙ্গ কাছ থেকে দেখার, জানার আগ্রহ আমায় এখানে টেনে এনেছে। গতবারও আমি এসেছিলাম, এবারও এসেছি। গোটা শহর পরিক্রমা করা, বিভেদ ভুলে গিয়ে সবার একসঙ্গে উৎসব পালন করা এই সমস্ত প্রত্যক্ষ করতে পারার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
বর্তমানে তৃণমূল স্তরের শ্রমিক সংগঠন সামলানোর দায়িত্বে রয়েছেন তিনি। রাস উৎসবের ঠিক পরেই শান্তিপুরে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে শতাব্দী প্রাচীন কৃঞ্জভঙ্গ উৎসব অনুষ্ঠিত হয় শ্যামসুন্দর আর রাধার বিগ্রহ নিয়ে। গোটা শান্তিপুর প্রদক্ষিণ করে এই বিগ্রহ। বুকে সেই বিগ্রহ জড়িয়ে শান্তিপুর ভ্রমণ করেন তিনি। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি বলেন, কুঞ্জভঙ্গ কাছ থেকে দেখার, জানার আগ্রহ আমায় এখানে টেনে এনেছে। গতবারও আমি এসেছিলাম, এবারও এসেছি। গোটা শহর পরিক্রমা করা, বিভেদ ভুলে গিয়ে সবার একসঙ্গে উৎসব পালন করা এই সমস্ত প্রত্যক্ষ করতে পারার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
