সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৭ নভেম্বর ২০২৪ ২০ : ১৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জেল থেকে বেরিয়ে পাহাড়ি ঘুরতে যাওয়ার ইচ্ছে জেগেছিল। কিন্তু পকেট গড়ের মাঠ। সেই টাকা জোগাড় করতে বেশ কয়েকটি ডাকাতির ছক কষে ছ'জনের একটি দল। কিন্তু সুখ নেই তাঁদের কপালে। প্রথম অভিযানের পরেই পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল ডাকাত দলকে।
গত ১২ নভেম্বর সন্ধ্যায় এই ডাকাতদলটি বিন্দাপুরে একটি মুদিখানার দোকানিকে বন্দুকের ভয় দেখিয়ে তাঁর থেকে ৫০ হাজার টাকা লুঠ করে নেয়। দ্বারকা পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত সিং সংবাদ সংস্থাকে বলেন, "মুকেশ নামের ওই মুদিখানার দোকানি নিজের স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিন্দাপুরের কাছে তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর রাস্তা আটকে দাঁড়ায়। বন্দুকের ভয় দেখিয়ে মুকেশের কাছ থেকে ৫০ হাজার টাকা লুঠ করা হয়।"
অঙ্কিত জানান, টাকা লুঠের খবর পেয়ে তদন্ত নামে পুলিশ। এলাকার প্রায় ৫০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে ওই ডাকাত দলের তিন জন মহম্মদ সাজিদ (২৩), মহম্মদ শোয়েব (১৯) এবং মহম্মদ রশিদ (২২)-কে গ্রেপ্তার করে। এই তিন জন জেরায় তাঁদের অপরাধের কথা স্বীকার করে নেন এবং দলের বাকি সঙ্গী মহম্মদ আয়ান (১৯), মহম্মদ আফতাব (২২) এবং মহম্মদ আলতাব (২৪)-এর অবস্থান সম্পর্কে জানিয়ে দেন।
কমিশনার আরও জানান, ধৃত ছ'জনেরই পুলিশের খাতায় নাম রয়েছে। আর্থিক অবস্থাও সঙ্গীন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে সকলেরই পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগে। কিন্তু পকেটে টান পড়ে যাওয়ায় ফের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ধৃতদের কাছ থেকে ৩৫ হাজার টাকা নগদ, একটি বাইক এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। আরও দোকানদারদের লুঠ করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। কিন্তু পুলিশের সক্রিয়তা তাঁদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
নানান খবর

নানান খবর

পুলিশ সেজে ফোন, সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তারিতে ২০ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

বেঙ্গালুরু মেট্রো নিয়োগ বিজ্ঞপ্তিকে ঘিরে প্রবল প্রতিবাদ, কন্নড়পন্থী সংগঠনগুলির বিক্ষোভ

জোমাটো ডেলিভারি কর্মীর খাবার খাওয়ার ঘটনা নিয়ে তুমুল আলোড়ন, সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

চেয়েছিলেন বিজ্ঞান পড়তে! কিন্তু পড়তে হল কলা নিয়ে! কারণ শুনলে চমকে উঠবেন আপনিও!

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন, কিন্তু ভারতে দাম অপরিবর্তিত

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড

ব্যাগের মধ্যে মহিলার খুলি, গয়নার বাক্স! দেখেই চোখ ছানাবড়া পুলিশের, কীভাবে ধরল খুনিকে?

সাক্ষাৎকার নেওয়ার সময় প্রেমালাপ শুরু করেন এইচআর, হাতে নাতে ধরে ফেললেন স্ত্রী

কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুই সন্তানের হত্যাকারী বাবা! অন্ধ্রপ্রদেশে হাড়হিম করা ঘটনা

কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা, হোলির দিন মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের