আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি হলেন কর্মফলের দেবতা। সেই কারণে শনির দশা যার চলে, তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে বলে মনে করা হয়। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। শনির শুভ প্রভাবে যেমন ইতিবাচক ফল পাওয়া যায়, তেমনই শনিদেব রুষ্ট হলে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে।
2
9
শনিবার হল শনিরদেবের দিন। শাস্ত্র মতে, এই দিনে বেশ কিছু কাজ করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষভাবে প্রসন্ন হন। সঙ্গে জীবনে শনির দশা চললে কয়েকটি কাজ করতে পারেন। জেনে নিন সেই সব শাস্ত্রীয় উপায়:
3
9
কথিত রয়েছে, মন্দিরে জুতো ছেড়ে আর পিছনের দিকে না তাকালে শনির দশা কাটে। আসলে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, জুতোর সঙ্গে শনি গ্রহের সম্পর্ক রয়েছে৷ তাই মন্দিরে জুতো দান করলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন। দূর হয় দুঃখ-দুর্দাশা।
4
9
শনিবার মন্দির থেকে জুতো চুরি হলেও তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
5
9
শনির দশা কাটাতে ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করতে পারেন। এতেও লাভ হতে পারে।
6
9
শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটা শামি গাছ রোপণ করে প্রতিদিন এই গাছের পুজো করতে পারেন।
7
9
শাস্ত্র মতে, শনিবার মিথ্যে কথা বললে শনিদেব রুষ্ট হন।তাই এই দিন কোনও খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন।
8
9
অশ্বথ গাছের গোড়ায় এদিন জল ঢালতে পারেন এবং সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে আসুন। এতেই কাটতে পারে শনির দশা।
9
9
একটা বাটিতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন। তারপর এই তেলটা দান করে দিলেও শনিবার দশা কেটে যেতে পারে।