বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ভোট যেন বাড়ছে আরও! উপনির্বাচনের ছয় আসনের ফল প্রমাণ করল তৃণমূল এখনও একচ্ছত্র

Riya Patra | ২৩ নভেম্বর ২০২৪ ১৩ : ৫৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর, রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলেছিলেন, রাজনৈতিক জীবনের সবথেকে কঠিন সময় পেরোচ্ছেন মমতা। তাঁর হয়ে দুশ্চিন্তা প্রকাশ করতেও কসুর করেননি, ভাবনা ছিল আরজি কর আবহে ‘গণআন্দোলন’, ‘তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ’-এর মাঝে দাঁড়িয়ে ৬ আসনের উপনির্বাচনই আসলে দেখিয়ে দেবে, রাজ্যের মানুষ আদতে তৃণমূল সরকারকে আর চায় না। কেউ কেউ বললেন, এই ছয় আসনের ভোট আদতে ২৬-এর ভোটের ‘ট্রেলার’। 

হল কী? ২৩ নভেম্বর গণনা শুরুর কয়েকঘণ্টা পর থেকে একপ্রকার স্পষ্ট ছবি। বেলা বাড়তেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নেতারা লিখতে শুরু করেছিলেন, ‘শেষ কথা বলবে মানুষই’। কারণ কয়েকঘণ্টাতেই একপ্রকার স্পষ্ট, তৃণমূল ৬ আসনেই এগিয়ে। সকাল সাড়ে ১১টা নাগাদ নৈহাটির প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। ওই কেন্দ্রেই রাজনীতির সব সমীকরণ বদলে, সিপিএম (আই) জোট করেছিল লিবারেশনের সঙ্গে। লালে হাল ফেরাতে, আরজি কর আবহের মধ্যেই আরও একধাপ এগিয়ে নয়া জোট করেছিল বামেরা। তাতেও কোনও যে লাভ হল না, শনিবারের সকাল তার প্রমাণ। মাদারিহাট গেরুয়া শিবিরের ঘাঁটি, সেই ঘাঁটিও অনায়াসে ‘কঠিন সময়’-ও টপকে গেলে মমতার তৃণমূল। 

রাজ্যে ৬ আসনের বিধানসভা উপনির্বাচনে নজর ছিল নৈহাটির দিকে। শাসক দলের প্রার্থী সনৎ দে ৪৮ হাজার ৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রূপক দত্ত। প্রচারে ঝড় তুললেও বাম সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার উপনির্বাচনে দাগ কাটতে পারলেন না। বলার মতো ভোট পেলেন না কংগ্রেস প্রার্থী পরেশ সরকারও।

মাদারিহাটে জিতলেন জয়প্রকাশ টোপ্পো, সিতাইয়েও জিতে গেলেন সঙ্গীতা রায় । উত্তরের মাদারিহাট গেরুয়া শিবিরের শক্ত মাটি বলে পরিচিত থাকলেও, এই উপনির্বাচন সেই ধারণাও দুরমুশ করে দিল। গণনার শুরু থেকেই এই কেন্দ্রে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থীরা । মাদারিহাটে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়প্রকাশ জিতেছেন ৩০, ৩০৯ ভোটে। এই প্রথম এই আসনে জয় এল ঘাসফুল শিবিরের। সঙ্গীতা জিতেছেন ১লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে। হাড়োয়াতে জয়ী হাজি নুরুলের পুত্র,  মেদিনীপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। লক্ষাধিক ভোট পেয়ছেন তিনি, প্রায় ৩৩ হাজার ভোটে জয়ী হয়েছেন। তালড্যাংরাতেও জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী।  ছয় আসনে শুধু তৃণমূল জিতল তাই নয়, স্পষ্ট করল বাংলায় বিজেপির ছন্নছাড়া পরিস্থিতি। ছয় আসনের মধ্যে আগেও পাঁচ আসন ছিল তৃণমূলের, আশা ছিল মাদারিহাটে লড়াই হবে। কোথায় কী! সেখানেও জয় ছিনিয়ে নিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোতের পর বিজেপি যে জয়ের সম্ভাবনা দেখেছিল, ২১--এর বিধানসভা, ২৪-এর লোকসভা এবং এই ছ' আসনের উপনির্বাচন, দিনে দিনে পর্যদুস্ত বিজেপির ছবি ফুটে উঠছে বাংলার রাজনীতিতে। শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও যে পদ্ম-শিবিরের ঘাঁটি শক্ত হয়নি, এমনকী আলগা হয়েছে উত্তরবঙ্গে, এই উপ-নির্বাচন তার প্রমাণ। 

 

বিপুল মার্জিনে জয়ের পর, মা-মাটি-মানুষকে অভিবাদন জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা ব্যানার্জি। জয়ের পর মমতার স্পষ্ট বার্তা, 'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।'  ইতিমধ্যে সমাজমাধ্যমে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

 তৃণমূল কংগ্রেস যুব নেতা দেবাংশু ভট্টাচার্য বলছেন, ‘এই যে স্লোগান উঠেছিল এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। কিন্তু বোঝা গেল,  এক হয়েছে বাঙাল-ঘটি, ভরসা কেবল হাওয়াই চটি। মাদারিহাট জ্য আমাদের জন্য বড় জয়, বিজেপির মাটি আলগা হচ্ছে উত্তরবঙ্গে, লোকসভা ভোট তেহকেই তা স্পষ্ট হচ্ছিল। মাদারিহাটে তৃণমূল কখনও জেতেনি। কিন্তু এবার জয় এল। আর জি কর কেন্দ্র করে যেভাবে একাংশ সাধারণ মানুষের প্রতিবাদকে রাজনৈতিক ভাবে হাইজ্যাক করেছিল, মানুষ তাদেরও জবাব দিয়েছে। মানুষ ভরা রেখেছে মমতা ব্যানার্জির উপরেই, তা স্পষ্ট। আর সিপিএম প্রসঙ্গে বলতে পারি, একমাত্র সোশ্যালমিডিয়ায় ভোট হলেই তারা জিততে পারবে, অন্যথায় নয়।‘


#West Bengal by-Election 2024#TMC#BJP#Mamata Banerjee#naihati#bypoll



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...



সোশ্যাল মিডিয়া



11 24