নিতাই দে: বাংলাদেশ জুড়ে পরিস্থিতি অশান্ত হওয়ার পর প্রায়ই ত্রিপুরা জুড়ে আটক হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। বিগত তিন মাসের রিপোর্ট খতিয়ে দেখে সামনে এসেছে এমনই চিত্র। বিএসএফের কড়া নজরদারি থাকা সত্ত্বেও নিত্যদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে ত্রিপুরায়। দু’দিনের ব্যবধানে ত্রিপুরায় আটক করা হয়েছে ১৮ জন বাংলাদেশিকে। বিএসএফ, পুলিশ ও জিআরপি থানার যৌথ অভিযানে আটক এই ১৮ বাংলাদেশি। জিআরপির হাতে আটক হয়েছেন আরও ১২ জন। পুলিশ সূত্রে খবর, আটক হওয়া সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা।

 

 

গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ত্রিপুরার গোমতী জেলার করবুক বা শিলাছড়ি সীমান্ত পার করে তেলিয়ামুড়া রেলস্টেশনে কয়েকজন বাংলাদেশি নাগরিক দালালের সাহায্যে আসবেন। সেখান থেকে রেলপথে ভারতের অন্য রাজ্যে পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। তার আগেই জিআরপি এবং বিএসএফ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে মহিলা সহ শিশুরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

অন্যদিকে, গোমতী জেলার উদয়পুর রেল স্টেশন থেকে বৃহস্পতিবার আটক করা হয় আরও চার বাংলাদেশিকে। প্রাথমিক জেরায় তাঁরা জানান, বেঙ্গালুরুতে চিকিৎসা করানোর উদ্দেশ্যে ভারতে এসেছেন তৈারা। ধৃতদের থেকে চারটি ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আধার কার্ডগুলি নকল না আসল তা নিয়েও তদন্ত চলছে। বিশেষজ্ঞ মহলের দাবি, রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশের পিছনে মূল মাস্টারমাইন্ড কারা রয়েছে তাদের পুলিশ আটক করতে সক্ষম হচ্ছে না। তবে কয়েকদিন আগে ত্রিপুরা থেকে বেশ কয়েকজন পাচারকারীকে আটক করে দিল্লি নিয়ে গেছে এনআইএ।