আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটাতে এবার এগিয়ে এল আইসিসি। বিসিসিআই এবং পিসিবির মধ্যে সমস্যার সমাধান করতে আগামী মঙ্গলবার, অর্থাৎ ২৬ নভেম্বর একটি আপৎকালীন বৈঠক ডাকল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দুই দেশের বোর্ডের মধ্যে ঝামেলার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিত ঘোষণা বিলম্বিত হয়ে যায়। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। তার জবাবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব খারিজ করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশের বাইরে কোনও ম্যাচ করতে রাজি নয় কর্তারা। তাতেই বিপাকে পড়েছে আইসিসি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার আগে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। বিসিসিআই এবং পিসিবির শীর্ষকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।
বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। তারমধ্যে অগ্রাধিকার পাবে ভারত পাকিস্তান ম্যাচ এবং দুই গ্রুপের খেলার ভেন্যু। সেমিফাইনাল এবং ফাইনাল নিরপেক্ষ ভেন্যুতে করা নিয়েও আলোচনা হবে। পাকিস্তান যদি তাসত্ত্বেও হাইব্রিড মডেলে সায় না দেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ নিয়েও কথাবার্তা হবে। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বিকল্পও থাকছে। শেষ বিকল্প, পাকিস্তানকে ছাড়া টুর্নামনেট আয়োজন করা। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে পিসিবির প্রধান মহসিন নাকভির সঙ্গে ফোনে কথা বলবেন জয় শাহ। আইসিসির আধিকারিকদের সঙ্গেও দেখা করবেন। এটা প্রকাশ্যে আসার একদিন পরই জরুরি বৈঠকের কথা জানা গেল। আগের দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির চিফ অপারেটিং অফিসার হিসেবে সুমের আহমেদ সৈয়দকে নিযুক্ত করা হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একটি বিবৃতিতে জানিয়ে দেন, পাকিস্তানেই গোটা টুর্নামেন্ট করতে চাইছেন তাঁরা।
