সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২১ নভেম্বর ২০২৪ ১৪ : ৫৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : আদানি কাণ্ডের জেরে প্রবল ধাক্কা বিভিন্ন ব্যাঙ্কের স্টক মার্কেটে। এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বারোদা সহ বেশ কয়েকটি ব্যাঙ্কের স্টক বৃহস্পতিবার ৭ শতাংশ হারে নিচের দিকে চলছে। এই ধাক্কা অনেকটাই বলে মনে করছেন ব্যাঙ্ক কর্তারা। আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে সরকারকে ঘুষ দেওয়ার।
তাঁর বিরুদ্ধে ২,২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ-কাণ্ডের পর ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড রদ করেছে। এই ঘটনা সামনে আসার পর ব্যাঙ্ক অফ বারোদার স্টক ৭ শতাংশ হারে কমছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেয়েছে ৬ শতাংশ। পাশাপাশি এসবিআই এবং কানাড়া ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেয়েছে ৫ শতাংশ করে। শুধু সরকারি ব্যাঙ্ক নয়, বেসরকারি ব্যাঙ্কগুলিও এর থেকে বের হতে পারেনি।
ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারও ৩ শতাংশ করে কমেছে। নিফটিও এর প্রভাব থেকে বাঁচতে পারেনি। সেখানেও কমেছে ০.৬ শতাংশ। আরইসি লিমিটেডের শেয়ার ৯ শতাংশ এবং পাওয়ার ফাইনান্স কর্পোরেশনের শেয়ার ৮ শতাংশ হারে নিচের দিকে গিয়েছে।
প্রসঙ্গত, একটি রেগুলেটরি ফাইলিংয়ে আদানি গ্রুপ জানিয়েছে আদানি গ্রিন এনার্জির বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ও প্রতারণার অভিযোগ এনেছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় শাখায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও। আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে এই ঘুষের অভিযোগ আসার পরে সংস্থার পক্ষ থেকে যে মার্কিনি ডলার বন্ড জারি করার কথা ছিল তা রদ করা হয়েছে। কোনও অফার আর রাখা হচ্ছে না। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে।
নানান খবর

নানান খবর

টুথপেস্ট ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে দাঁত ব্রাশ, চরম পরিণতি তিন বছরের শিশুকন্যার

মহা-কৌশলী চন্দ্রবাবু নাইডু, হিন্দি ভাষা আরোপ বিতর্কে শ্যাম বাঁচিয়ে কূল রক্ষার মরিয়া চেষ্টা অন্ধ্রের মুখ্যমন্ত্রীর

বেরিয়েছিলেন ফোন নিয়ে, কী এমন ঘটাল বাঁদর! যা দেখে চোখ কপালে উঠল সকলের

বন্দে ভারত এক্সপ্রেস কম গতিতে কেন চালানো হচ্ছে, কারণ ফাঁস করলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী

পুলিশ সেজে ফোন, সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তারিতে ২০ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড

ব্যাগের মধ্যে মহিলার খুলি, গয়নার বাক্স! দেখেই চোখ ছানাবড়া পুলিশের, কীভাবে ধরল খুনিকে?

সাক্ষাৎকার নেওয়ার সময় প্রেমালাপ শুরু করেন এইচআর, হাতে নাতে ধরে ফেললেন স্ত্রী

কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুই সন্তানের হত্যাকারী বাবা! অন্ধ্রপ্রদেশে হাড়হিম করা ঘটনা

কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা, হোলির দিন মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের