রাত পোহালেই মহারণ। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।
2
7
গ্রুপ লিগের সব ম্যাচই জিতেছে ভারতীয় দল। তবে ফাইনালে জয়ের পথে রোহিতদের কাছে বড় কাঁটা কিউয়িরা। একনজরে দেখে নেওয়া যাক গত পাঁচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ফলাফল।
3
7
১৯৯৮ সালের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠেছিল ভারত। সেখানে তারা ছ’উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে।
4
7
২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ৯৫ রানের প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠলেও সেখানে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়া।
5
7
২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালেও ভারতের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। ১০ রানে প্রোটিয়াদের হারিয়ে সৌরভরা ফাইনাল খেলেন শ্রীলঙ্কার সঙ্গে। বৃষ্টির জন্য ফাইনাল ভেস্তে গেলে যুগ্ম চ্যাম্পিয়ন হয় দুই দেশ।
6
7
২০১৩ সালে শ্রীলঙ্কাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে ধোনির ভারত। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য এককভাবে টুর্নামেন্ট জেতে টিম ইন্ডিয়া।
7
7
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। কিন্তু বড় ম্যাচে হারতে হয় পাকিস্তানের কাছে। ২০২৫ সালে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতের কাছে। ফলাফল কেবলই সময়ের অপেক্ষা!