সংবাদ সংস্থা, মুম্বই: সুশান্ত সিং রাজপুত থেকে প্রভাস, একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে কৃতি শ্যাননের। মাঝে আবার বেশ কয়েকদিন ‘একাকিনী’ তকমা নিয়েও ছিলেন অভিনেত্রী। তবে এবার কৃতির জীবনে নতুন বসন্ত! অবশেষে সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেত্রী।
গত জুলাই মাস থেকে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল, ব্রিটিশ যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ীর প্রেমে পড়েছেন কৃতি শ্যানন। নায়িকার চর্চিত প্রেমিকের নাম কবীর বাহিয়া। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ এই নামজাদা ব্যবসায়ী। তাঁর সঙ্গেই নায়িকার প্রেমপর্ব নাকি বেশ তুঙ্গে! সম্প্রতি 'বিশেষ বন্ধু'র জন্মদিনে শুভেচ্ছা জানান 'আদিপুরুষ'-এর নায়িকা। সেখানেই প্রেমে সিলমোহর দেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে কবীরের সঙ্গে ছবি পোস্ট করেন কৃতি। যেখানে দেখা গিয়েছে, সমুদ্র সৈকতে রয়েছেন 'লাভ বার্ড'। সাদার উপরে নীল পলকা ডটের অন্তর্বাসের উপরে সাদা শার্ট পরেছেন কৃতি। কবীরের পরনে কালো টি-শার্ট। দু'জনের চোখে রোদ চশমা। ভালবাসায় মোড়া ছবির সঙ্গে, নায়িকা লিখেছেন, "শুভ জন্মদিন কে! আশা করি তোমার সারল্যে মাখা হাসি সবসময়ে অটুট থাকুক।"
