আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ হবে?‌ ধোঁয়াশা রয়েছে এখনও। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয়। হাইব্রিড মডেলে খেলতে রাজি ভারত। কিন্তু পাকিস্তান আবার এতে অরাজি। তাহলে করণীয়?‌ আর ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে, তাহলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে পিসিবি ও আইসিসি।


এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির মাধ্যমে ভারতের কাছে লিখিত চেয়েছে, যে তারা লিখিত জানাক যে পাকিস্তানে খেলতে আসতে রাজি নয়। আর এই ডামাডোলের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা এখনও হয়নি।


এদিকে, সূত্রের খবর স্পনসররা ও সম্প্রচারকারী সংস্থারা যে কোনও মূল্যে ভারত–পাক ম্যাচ চান। সূত্রের খবর, সূচিতে ভারত–পাক ম্যাচ না থাকলে সম্প্রচারকারী সংস্থাগুলি একযোগে আইনি পদক্ষেপ নিতে পারে।


এটা ঘটনা, নিরাপত্তার জন্যই পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় বিসিসিআই। এখন আইসিসি চাইছে একটা মধ্যস্থতা করতে। কিন্তু পিসিবি যে হাইব্রিড মডেলে কোনওভাবেই রাজি নয়। পিসিবি প্রধান মহসিন নকভি তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, সম্প্রচারকারী সংস্থাগুলো এখন আইসিসি ও পিসিবিকেই চাপ দিতে শুরু করেছে।


একাধিক সূত্রের দাবি, আইসিসির উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই পিসিবিকে অনুরোধ জানাতে শুরু করেছেন হাইব্রিড মডেল মেনে নেওয়ার জন্য। এই মডেলের অর্থ, ভারত তাদের ম্যাচ খেলবে দুবাইয়ে।


এটা ঘটনা যে বিসিসিআই বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড। তাই ভারত না খেললে চরম ক্ষতি সবারই। ভারত না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে আর্থিক লাভই দেখবে না আইসিসি।