মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

internet issues at murshidabad

রাজ্য | ভরসা পাশের জেলা বা রাজ্যের ইন্টারনেট পরিষেবা, মুর্শিদাবাদে নদীর ধারে ভিড়ে ভিড়াক্কার  

Rajat Bose | ২০ নভেম্বর ২০২৪ ১৬ : ১৮Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে গত ১৮ তারিখ থেকে মুর্শিদাবাদ জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গত তিনদিন ধরে প্রায় একটানা ইন্টারনেট পরিষেবা না পেয়ে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। ইন্টারনেট সংযোগ না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর সহ বহু হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদের ফোনেও ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁরাও হোয়াটসঅ্যাপ মেসেজের পরিবর্তে টেক্সট মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ আদান–প্রদান করছেন বলে জানা গিয়েছে। 


বাড়িতে বা অফিসে বসে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হলেও জেলার কিছু অংশে পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মোবাইল ফোনের টাওয়ার থেকে ইন্টারনেট সংযোগ খুব সহজেই মিলছে। আর সেই সংযোগ পেতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নদীর ধারে, মাঠে বা রাস্তার উপর গত কয়েকদিন ধরে প্রচুর যুবক–যুবতীদের জটলা বেড়েছে। 

মূলত অনলাইনে বিভিন্ন গেম খেলা, পড়াশোনা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা জরুরি দরকারে সাধারণ মানুষ ওই এলাকাতে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিড় জমাচ্ছেন। 

মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশ জারি হলেও সুতি থানার অন্তর্গত হারুয়া, বহুতালী এবং আহিরণের বেশ কিছু এলাকায় বাড়িতে বসে ইন্টারনেট পাচ্ছেন সাধারণ মানুষ। 


বিমল কর নামে সুতির এক বাসিন্দা বলেন, ‘‌আমরা শুনেছি হারুয়া এবং বহুতালী গ্রাম পঞ্চায়েতের পিন কোড বীরভূমের সঙ্গে সংযুক্ত হওয়ায় সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়নি। অন্যদিকে আহিরণ গ্রাম পঞ্চায়েতের পাদুয়াপাড়া এলাকায় ঝাড়খন্ডের টাওয়ার থেকে নেট পাচ্ছেন সাধারণ বাসিন্দারা। তার ফলে পাদুয়াপাড়ার মাঠে সকাল থেকে সন্ধে পর্যন্ত গত কয়েকদিন ধরে প্রচুর মানুষের ভিড় লেগেই রয়েছে।’‌
 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ না থাকায় পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরণ ক্যাম্পাসের প্রচুর ছাত্র–ছাত্রী এখন আহিরণ ব্রিজের কাছে বা পাদুয়াপাড়ার মাঠে ল্যাপটপ নিয়ে এসে পড়াশোনা করছেন। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন গেম খেলাতে আসক্ত ছেলেমেয়েরা সেখানে বসেই দিব্যি অনলাইন গেম খেলে চলেছেন। 

সামশেরগঞ্জ থানার ধুলিয়ানে এবং ফারাক্কা থানার গঙ্গার ধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মালদা জেলার টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। বাড়িতে বসে অনলাইনে কাজ না করতে পারলেও গঙ্গার ধারে বসে কাজ করা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই এলাকায় গঙ্গার ধারে অসংখ্য যুবক যুবতীকে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যাচ্ছে। সাগরদিঘির অনেক বাসিন্দা মোড়গ্রামের কাছে গিয়ে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন এবং সেখানেই রাস্তার ধারে বসে জরুরি অনলাইন কাজ সারছেন।
 
জয় প্রামাণিক নামে ফারাক্কার আকুড়া এলাকার এক বাসিন্দা বলেন, ‘‌আমি সোশ্যাল মিডিয়াতে এডিটিং–এর কাজ করি। কিন্তু বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় খুব অসুবিধায় পড়েছি। ফারাক্কাতে গঙ্গার ধারে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে এই খবর পেয়ে আমি দু’‌দিন ধরে এখানে বসেই নিজের কাজ করছি।’‌ 
অন্যদিকে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সমস্যা না হলে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ জেলাতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে। 

 


#Aajkaalonline#murshidabad#internetissue



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দুয়ারে সরকার, গ্রাহক পরিষেবায় প্রথম মালদহ, জানিয়ে দিল জেলা প্রশাসন  ...

ধারের টাকা মেটাতে ব্যবসায়ীকে অপহরণ, বড় অঙ্কের মুক্তিপণ আদায়, সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল ৫ জনকে...

আবাসের টাকা ঢোকার পরেই কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে, মালদার হরিশচন্দ্রপুরে চাঞ্চল্য...

পিকনিকে চলল গুলি, নৈহাটিতে ব্যাপক হইচই

আইনজীবীকে নিগ্রহ, চন্দননগর আদালতে কাজ বন্ধ করলেন আইনজীবীরা...

৪৮ ঘণ্টাতেই সাফল্য, ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার কিনারা করল আসানসেল পুলিশ, গ্রেপ্তার চার...

ভেজাল ঘি তৈরির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩ ঘি-ব্যবসায়ী...

জলপাইগুড়ি বইমেলায় টেকনো ইন্ডিয়া স্কুলের সংবর্ধনা ক্রীড়া এবং বিজ্ঞানের কৃতি পড়ুয়াদের...

ভরা মাঘে ফের শীতের ইনিংস শুরু! হু-হু করে নামবে পারদ, রইল আবহাওয়ার বড় আপডেট ...

নজর কাড়েন প্রথম মহিলা ঢাকি দল গড়ে, পদ্মশ্রী সম্মান প্রাপ্তির পর বড় বার্তা দিলেন মছলন্দপুরের গোকুল  ...

শীতের মরশুমে উত্তরবঙ্গে বিশেষ অতিথি হাজার হাজার পাখি, রসিকবিলে শুরু হল পাখিশুমারি...

রাতবিরেতে ধারালো অস্ত্র হাতে ঘুরছে কে? ভয়ে তটস্থ গ্রামবাসীরা, আতঙ্ক কালনার গ্রামে ...

মমতা শঙ্কর থেকে অরিজিৎ সিং, বাংলার ন'জনের ঝুলিতে এল পদ্মশ্রী সম্মান, রইল তালিকা ...

নরেন্দ্রপুরের স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, শোরগোল গোটা এলাকায় ...

চুঁচুড়ায় সাড়ম্বরে পালিত হল জাতীয় ভোটার দিবস ...



সোশ্যাল মিডিয়া



11 24