আজকাল ওয়েবডেস্ক: বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গুজরাতের সুরাটে। অগ্নিকান্ডের পরের দিন, বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওই উৎপাদন কেন্দ্র থেকে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ৭ জনের মধ্যে একজন ওই সংস্থার কর্মচারী ছিলেন এবং বাকি ৬ জন চুক্তিতে কাজ করছিলেন। বুধবারের অগ্নিকাণ্ডের পর এই ৭ জন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে ওই রাসায়নিক উৎপাদন কেন্দ্রে ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। ওই ৭জন হলেন দিব্যেশ পাটিল, সন্তোষ বিশ্বকর্মা, সনত কুমার মিশ্র, ধর্মেন্দ্র কুমার, গণেশ প্রসাদ, সুনীল কুমার এবং অভিষেক সিংহ। বুধবারের অগ্নিকাণ্ডে ২৪ জন আহত হয়েছিলেন। তাঁদের একাধিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।
