শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চলন্ত লিফটে বালিকার শ্লীলতাহানি, প্রৌঢ়ের 'কীর্তি'তে বিক্ষোভ স্থানীয়দের, অভিযুক্তকে থানায় নিয়ে গেল পুলিশ

Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ১৫ : ০৮Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: চলন্ত লিফটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। এরপরেই পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে থানায় তলব করে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেবেলা পানিহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গৃহশিক্ষিকার কাছে পড়তে এসেছিল। চারতলা ওই আবাসনের দ্বিতীয় তলে এক শিক্ষিকার কাছে সে প্রাইভেট টিউশন পড়ে। ওই আবাসনের চতুর্থ তলায় এক প্রৌঢ় তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। অভিযোগ, ওই বালিকা যখন লিফটে উঠেছিল, প্রৌঢ় লিফটে দোতলার পরিবর্তে তিনতলার সুইচ টিপে দেন।

 

 

 

এরপর তিনি ওই বালিকাকে চারতলা পর্যন্ত নিয়ে যান। আবাসনের বিভিন্ন তলায় ঘুরিয়ে ওই বালিকাকে তিনি দীর্ঘক্ষণ লিফটে আটকে রাখেন। অভিযোগ, লিফটে থাকাকালে ওই প্রৌঢ় বালিকার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে ওই বালিকা অভিভাবকদের কাছে প্রৌঢ়ের 'কীর্তি'র কথা বলে দেয়। পরিবারের লোকেরা রাতেই খড়দা থানায় প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে আসে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তার না করে ওই প্রৌঢ়কে মৌখিক সতর্ক করে পুলিশ তখনকার মত ছেড়ে দেয়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই আবাসনের সামনে জড়ো হন। প্রৌঢ়ের ফ্ল্যাটের সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। নির্যাতিতা বালিকার মা বলেন, 'ফাঁকা লিফটে আমার মেয়েকে ওই প্রৌঢ় শ্লীলতাহানি করেছে। থানায় আমরা ওই প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।'

 

 

 

আবাসনের বাসিন্দা প্রবীর রায় বলেন, 'ওই প্রৌঢ়ের বিরুদ্ধে আগেও মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। বাইরে থেকে আবাসনে কাজ করতে আসা পরিচারিকাদের সঙ্গেও তিনি অশালীন আচরণ করেন। আগেও আমরা তাঁকে সতর্ক করেছি। কিন্তু তিনি নিজেকে শুধরে নেননি।' অভিযুক্ত প্রৌঢ় বলেন, 'আমি ওই বালিকার সঙ্গে খারাপ কিছু করিনি। বাচ্চা মেয়েটির গাল টিপে কেবল আদর করেছিলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।' বিষয়টি নিয়ে বাসিন্দারা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত প্রৌঢ়কে পুলিশ থানায় তলব করে।


#Local News#WB News#Sodepur News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...

পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...

জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...

বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...

খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...



সোশ্যাল মিডিয়া



11 24