আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হল একটি আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের তিন পান্ডা। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া দুটি মোটরসাইকেল-সহ একাধিক জিনিস। ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন ব্যক্তির নাম তাজেরুল শেখ ,নুর আলম এবং বাবু শেখ । এদের মধ্যে নুর আলমের বাড়ি বীরভূমের পাইকর থানা এলাকায়। তাজেরুল এবং বাবুর বাড়ি ঝাড়খণ্ডের পাকুর থানার মহেশপুর গ্রামে। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন,’গোপন সূত্রে খবর পেয়ে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ধরার পর এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে ।তাদের মধ্যে দু'জন গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে খোয়া যাওয়া দু'টি বাইক । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"

রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, সম্প্রতি সেখানকার একটি বেসরকারি নার্সিংহোমের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে নুর আলম নামে বীরভূমের পাইকর থানার আমডোলএলাকার এক বাসিন্দাকে চিহ্নিত করা হয়। 

পুলিশের ওই আধিকারিক জানান, ‘সূত্র মারফত আমরা খবর পাই নুর এর আগেও মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকায় বাইক চুরি করেছে। এরপরই তাকে ধরার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ক্যাম্পের পুলিশ হাসপাতালে ফাঁদ পাতে’।
দিন কয়েক আগে রাতের বেলায় হাসপাতাল থেকে একটি মোটরসাইকেল চুরি করার সময় পুলিশ  তাকে হাতেনাতে ধরে ফেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নুরের সঙ্গে বাইক চুরির সিসিটিভি ফুটেজের ছবি মিলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়- জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে সে পাকুরের মহেশপুর এলাকায় তাজিরুল শেখ এবং বাবু শেখ নামে দুই ব্যক্তিকে বিক্রি করত।
 
 রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে বাবু এবং তাজেরুলকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দুটি বাইক সহ আরও বেশ কিছু জিনিসপত্র। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তঃরাজ্য বাইক চুরির চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করা গেলে আরও কয়েকটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা যাবে বলে পুলিশকর্তারা আশাবাদী।