নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় সম্পর্কের ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কোথাও নতুন প্রেম শুরুর গুঞ্জন, কোথাও আবার দাম্পত্য ভাঙার খবর। ঘর ভাঙছে ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের। স্বামী, পরিচালক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তিনি, খবর এমনটাই। 


সোমবার সকালে নিজের সমাজ মাধ্যমে রিয়া লেখেন, 'আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। যদি তাঁর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাস্য থাকলে অবশই যোগাযোগ করতে পারেন।' রিয়ার এই পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ওই পোস্টে অনেকেই অভিনেত্রীকে নতুন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 


হঠাৎ কী এমন হল রিয়া-অরিন্দমের দাম্পত্যে? যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনেই। চলতি বছর দীপাবলিতে অরিন্দম ও দুই ছেলেমেয়েকে নিয়ে সময় কাটিয়েছিলেন রিয়া। কিন্তু এর মাঝেই বিচ্ছেদের খবরে অবাক হয়েছেন নেটিজেনরা। টলিপাড়ার অন্দরের খবর, অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু এবার দাম্পত্যে ইতি টানতে চলেছেন রিয়া-অরিন্দম। কিন্তু বিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়ে এখনও খোলসা করেননি তাঁরা।