ফারাক মাত্র একটি চেয়ারের। জুন মালিয়াকে মাঝে রেখে দু’পাশে রাজ আর মিমি চক্রবর্তী। বুধবার সন্ধেয় আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চের বিস্তারিত তথ্য। এবার সাংবাদিক বৈঠকের অন্যতম আকর্ষণ মিমি। কারণ, এর আগে তাঁর অনুযোগ ছিল, তিনি যথাযথ সম্মান পান না। তাই চলচ্চিত্র উৎসব থেকে দূরে থাকেন। মাঝে বেশ কিছু বছরের ব্যবধান। গত বছর উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ছিলেন মিমি চক্রবর্তী। এ বছর অনুষ্ঠান শুরুরও আগে থেকে তিনি। একমঞ্চে পরিচালক-নায়িকা ধরা দিতেই টলিউডে ফিসফাস, তা হলে কি বরপ গলছে?
নিন্দুকেরা বলে, রাজ উৎসবের চেয়ারপার্সন হওয়ার পর থেকেই নাকি উৎসবের সঙ্গে দূরত্ব বাড়ে মিমির। যদিও এই কথা কেউ স্বীকার করেন না কখনও। তবে গত বছর থেকে মিমির উপস্থিতি যেন আভাস দিয়েছে, দূরত্বের বরফ বুঝি গলছে! যদিও এদিন তাঁরা কখনও মুখোমুখি হননি। সৌজন্য বার্তাও বিনিময় করতে দেখা যায়নি। তবু এক মঞ্চে পাশাপাশি বসাটাও ইতিবাচক দৃষ্টিতে দেখছে টলিউড। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মিমি চক্রবর্তী প্রচণ্ড বন্ধু ছিলেন। মাঝে রাজের উপস্থিতি পুরো বিষয়টি এলোমেলো করে দেয়। ইউভানের জন্মের পরে শুভেচ্ছা জানিয়ে মিমিই প্রথম এগিয়ে আসেন। ইউভানের জন্য সুন্দর উপহারও পাঠিয়েছিলেন তিনি। খবর, বৃহস্পতিবার শুভশ্রী তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে বেসরকারি হাসপাতালে অনুরাগীদের প্রার্থনা, ইউভান কিছুটা দূরত্ব মুছেছে। সদ্যোজাত যেন সেই কাজ সম্পূর্ণ করে।
নিন্দুকেরা বলে, রাজ উৎসবের চেয়ারপার্সন হওয়ার পর থেকেই নাকি উৎসবের সঙ্গে দূরত্ব বাড়ে মিমির। যদিও এই কথা কেউ স্বীকার করেন না কখনও। তবে গত বছর থেকে মিমির উপস্থিতি যেন আভাস দিয়েছে, দূরত্বের বরফ বুঝি গলছে! যদিও এদিন তাঁরা কখনও মুখোমুখি হননি। সৌজন্য বার্তাও বিনিময় করতে দেখা যায়নি। তবু এক মঞ্চে পাশাপাশি বসাটাও ইতিবাচক দৃষ্টিতে দেখছে টলিউড। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মিমি চক্রবর্তী প্রচণ্ড বন্ধু ছিলেন। মাঝে রাজের উপস্থিতি পুরো বিষয়টি এলোমেলো করে দেয়। ইউভানের জন্মের পরে শুভেচ্ছা জানিয়ে মিমিই প্রথম এগিয়ে আসেন। ইউভানের জন্য সুন্দর উপহারও পাঠিয়েছিলেন তিনি। খবর, বৃহস্পতিবার শুভশ্রী তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে বেসরকারি হাসপাতালে অনুরাগীদের প্রার্থনা, ইউভান কিছুটা দূরত্ব মুছেছে। সদ্যোজাত যেন সেই কাজ সম্পূর্ণ করে।
