আজকাল ওয়েবডেস্ক :   একটি বিশাল আকারের রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ দেখাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে কুমার হোস্টেল মাঠ  সংলগ্ন এলাকায়।

 

গত দুদিন ধরে প্রায় ৭ ফুট লম্বা রাসেল ভাইপার সাপটিকে এলাকাবাসী হোস্টেল সংলগ্ন মাঠের জঙ্গলে ঘুরে ফিরে বেড়াতে দেখছেন । এর ফলে আতঙ্ক ছড়িয়েছে হস্টেল আবাসিকদের মধ্যে।  স্থানীয় সূত্রে খবর,  দিন দুই আগে কয়েকজন স্থানীয় ছেলে হস্টেল সংলগ্ন মাঠে খেলা করছিলেন। সেই সময় প্রথম তারা রাসেল ভাইপার সাপটিকে জঙ্গলের মধ্যে ঘুরেফিরে বেড়াতে দেখতে পান। এরপর আরও অনেকেই ওই সাপটিকে জঙ্গলের মধ্যে ঘুরতে দেখেছেন।

 

অভিজিত চন্দ্র নামে স্থানীয় এক বাসিন্দা বলেন," কুমার হস্টেলে বহরমপুর কে এন কলেজের প্রায় ২০০ ছাত্র থাকেন। হস্টেল সংলগ্ন এলাকায় এত বড় একটি সাপ গত দুদিন ধরে ঘুরে বেড়াতে দেখে সকলের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে এত বড় সাপ আমরা এলাকায় দেখিনি।"

 

এলাকাবাসীর তরফ থেকে ইতিমধ্যেই কে এন কলেজ কর্তৃপক্ষকে বিষধর এই সাপটির গতিবিধি সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তারাও বিষধর সাপটি সম্পর্কে বনদপ্তরকে জানিয়েছে এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত হস্টেল সংলগ্ন জঙ্গল সাফ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।