আজকাল ওয়েবডেস্ক: সর্বসমক্ষে লোকেশ রাহুলকে ধমকাচ্ছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গতবারের আইপিএলের সব চেয়ে চর্চিত বিষয়। সবাই জানতে চান সেদিন ঠিক কী ঘটেছিল? অবশেষে সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল।
ক্রীড়া বিষয়ক একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লোকেশ রাহুল বলেছেন, ''খেলার পরে সেদিন মাঠে যা ঘটেছিল তা মোটেও সুখকর জিনিস ছিল না। ক্রিকেট মাঠে এমন দৃশ্য দেখতেও কেউ তৈরি থাকে না। আমার মনে হয় সেই ঘটনা গোটা গ্রুপকেই প্রভাবিত করেছিল।''
সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পরই দেখা যায় দলের কর্ণধার লখনউ অধিনায়ককে মাঠের ভিতরেই ধমকাচ্ছেন। গোটা দেশ এমন ঘটনায় হতবাক হয়ে যায়। তার পরে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে জড়িত খেলোয়াড় ও কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল, কী ঘটেছিল লোকেশ রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে? কেউই সেই প্রশ্নের উত্তর দেননি। লোকেশ রাহুলও গোটা বিষয়ে চুপ ছিলেন।
গতবারের আইপিএল শেষের পরে গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। লখনউ সুপার জায়ান্টস রিটেনশন তালিকায় রাখেনি লোকেশ রাহুলকে। রাহুল নিজেও জানিয়েছেন তিনি স্বাধীনভাবে খেলতে চান। এবারের আইপিএল হবে তাঁর কাছে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ঢোকার মঞ্চ। আইপিএলের মেগা নিলাম আসতে চলেছে। তার আগে সেই বিতর্কিত ইতিহাস নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল। বরফ গলালেন সেই অধ্যায়ের।
উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টস এবার রিটেন করেছে নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান এবং আয়ুশ বাদোনিকে।
