সংবাদ সংস্থা মুম্বই: ১৯৯৩ সাল। প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মস্তান পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘বাজিগর’। বলিউডের ‘কিং খান’-এর কেরিয়ারের শুরুতেই এই ছবিটি মাইলফলক তৈরি করে।এই ছবির সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ-কাজলের মতো ‘সুপারহিট’ জুটি। যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট। ‘বাজিগর’-এ অভিনয়ের পরেই শাহরুখের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। এবার জানা গেল, আসছে ‘বাজিগর ২’। ঘোষণা সারলেন ‘বাজিগর’-এর প্রযোজক রতন জৈন। 

 


রতন জৈন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক প্রস্থ আলোচনাও সারা হয়ে গিয়েছে তাঁর। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। এবং এই নিয়ে আপাতত আলোচনা হচ্ছে তাঁদের সঙ্গে। তবে এ ছবি হবে। ছবিটি যে হবেই, সেকথা জোর গলায় জানিয়েছেন স্বয়ং রতন জৈন। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকি গোটা বিষয়টাই শাহরুখের উপরে নির্ভর করছে।পাশাপাশি আরও জানান, এইমুহূর্তে জোরকদমে এগোচ্ছে 'বাজিগর ২'-এর চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্যে নানারকম সম্ভাবনার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে ‘বাজিগর’-এর মান যাতে রাখতে পারে এই ছবি, সেই চেষ্টা তাঁরা পুরোদমে চালাচ্ছেন। আর কাজল? শাহরুখের পাশাপাশি তিনিও কি এই ছবিতে হাজির হবেন? সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রতন জৈন।

 


চলতি বছর বড়পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে ‘বাদশা’র আগামী ছবি ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। ‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় 'বাদশা'র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম 'জুনিয়র বি'। খোদ অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সমন্ধে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!”  এবং পরিচালকের আসনে? সুজয় ঘোষকে।