বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

by election in six area

রাজ্য | দু’‌একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট

Rajat Bose | ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ২৭Rajat Bose


বাপি মণ্ডল:‌ রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোটের ওপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও বড় কোনও অশান্তির খবর নেই। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ছয় বিধানসভা কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৬৯.২৯ শতাংশ। 

বুধবার হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট মিলিয়ে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়। সকাল থেকে বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোটদান অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রত্যেকটি বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারি ছিল। ‌বাইরে ছিল রাজ্য পুলিশের টহলদারি। নিরাপত্তার ফাঁক গলে কয়েকটি জায়গায় অবশ্য ছোটখাটো গোলমালের খবর মিলেছে। মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার মুজনাই গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। 

হাড়োয়ার দাদপুর পঞ্চায়েতের উত্তর বহিরা, সাহাজিপাড়া, মোড়লপাড়া, মিস্ত্রিপাড়া, মানিকপুর, সরদারপাড়া, গাইনপাড়া, বামিগাছি, ভাগ্যবন্তপুর ও ধোকরা গ্রামের ১১টি বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে আইএসএফ অভিযোগ তুলেছে। প্রার্থী পিয়ারুল ইসলাম ওই বুথগুলোয় পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। যদিও তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‌কোথাও কোনও ছাপ্পা ভোট হয়নি। বিরোধীরা আসলে সেখানে পোলিং এজেন্টই দিতে পারেনি। পরাজয় নিশ্চিত বুঝে আইএসএফ এখন মিথ্যা অভিযোগ তুলছে।’‌ 

এদিন হাড়োয়ার কাঁকড়া মির্জানগর এলাকায় ১৭৯ নম্বর বুথে আইএসএফের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। তৃণমূল সে অভিযোগ অস্বীকার করেছে। হাড়োয়ার মহব্বতপুর ১৩৫ নম্বর বুথে আইএসএফ প্রার্থীকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, আইএসএফ প্রার্থীকে কোথাও ঢুকতে বাধা দেওয়া হয়নি।

 অন্যদিকে, নৈহাটি বিধানসভা কেন্দ্রের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ৬৩ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি ৮৯ নম্বর বুথের বাইরে বিজেপির ব্যানার, হোর্ডিং ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। যদিও তৃণমূল প্রার্থী সনৎ দে অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘‌গোটা বিধানসভায় ২১০ বুথের মধ্যে বিজেপি মাত্র ৩৮টি বুথে পোলিং এজেন্ট দিতে পেরেছে। অন্যরা তাও পারেনি। বিজেপির বুথে বসার মতো লোক নেই। গেরুয়া শিবির হারার আগে তাই কাঁদুনি গেয়ে রাখছে।’‌ 

কোচবিহারের সিতাইয়ে ইভিএমের দু’টি বোতামে সেলোটেপ লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেখানকার বিজেপি প্রার্থী দীপক রায়ের অভিযোগ, হোকদাহ আদাবাড়ি এসএসকে প্রাথমিক বিদ্যালয়ের বুথের ইভিএমের প্রথম দু’‌টি বোতামে সেলোটেপ লাগানো ছিল। যদিও নির্বাচন কমিশন সে অভিযোগ স্বীকার করেনি। পাশাপাশি সিতাই হাইস্কুলে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। কিন্তু সেই বুথে কোনও পোলিং এজেন্ট না থাকার অভিযোগ উঠল। ফলে ভোট গ্রহণ শুরুর আগে ভোটকর্মীরা পোলিং এজেন্ট ছাড়াই মকপোল পর্ব সেরেছেন।

 ভোটের মধ্যেই মেদিনীপুরের শালবনির সাতপাটিতে বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে ঘিরে ধরেন জনতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‌যেখানে ভোট হচ্ছে বাবলু সেই এলাকার বাসিন্দা নন। ভোটকেন্দ্রে গেলে তাঁকে বহিরাগত চিহ্নিত করে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন। তা নিয়েই গোলমাল ছড়ায়। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিজেপি নেতা যেখানে ঘেরাওয়ের মুখে পড়েছিলেন সেখানে তৃণমূলের কেউ ছিলেন না। 

দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ছয় কেন্দ্রে গড়ে ৬৯.২৯ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে তালডাংরা বিধানসভা কেন্দ্রে। সেখানে ৭৫.২০ শতাংশ ভোট পড়েছে। তারপরেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.৯৫ শতাংশ। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ। সিতাই কেন্দ্রে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ। মাদারিহাট কেন্দ্রে ভোট পড়েছে ৬৪. ১৪ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটি বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ৬২.১০ শতাংশ। কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোট চলাকালীন যে অভিযোগগুলো উঠেছে তা খতিয়ে দেখা হবে।

 

 


#Aajkaalonline#election#electioncommission



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...

ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...

মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...

কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...

ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...

বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...

আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...

'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...

আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...

ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...

পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...

বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ  ...

মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...

তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...

ঝাল অথচ ঝাল নয়! 'চিলি‌ রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...



সোশ্যাল মিডিয়া



11 24