আজকাল ওয়েবডেস্ক:‌ পরিত্যক্ত চার চাকা গাড়ির ভিতর খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল চার শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পানাগড় বাজারের রাইস মিল রোডে। 


অগ্নিদগ্ধ চার শিশুর দু’‌জন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দু’‌জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, পরিত্যক্ত গাড়িতে উঠে খেলা করছিল শিবা সিংহ (‌৬)‌, গোলু সিংহ (‌৫)‌, আয়ূষ সাউ (‌৫)‌ ও পূর্বা সাউ (‌৮)‌।  আচমকা গাড়িতে আগুন লেগে যায়। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু তত ক্ষণে চার জনেই ঝলসে যায়। স্থানীয়রাই চার জনকে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে অন্যত্র চার জনকে স্থানান্তরিত করা হয়।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, যে যুবক তাদের উদ্ধার করেছিলেন, অসুস্থ হয়ে পড়েন তিনিও। তাঁকেও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছে পুলিশ।


জানা গেছে অগ্নিদগ্ধ চার শিশুই পানাগড় রাইস মিল রোডের বাসিন্দা।