আজকাল ওয়েবডেস্ক: একটি মহিষ কতটা অমূল্য হতে পারে সেই নিয়ে কোনও ধারণা আপনার কী রয়েছে। হরিয়ানার পুষ্কর মেলায় রয়েছে ১৫০০ কেজির একটি মহিষ। সে এখন সকলের নজরে। নাম তার আনমোল। তবে এবার আসল চমক। দাম তার ২৩ কোটি টাকা। কেন এত দাম তার। জানা গিয়েছে ৮ বছরের এই মহিষটি সারা ভারত কৃষক মেলায় জনপ্রিয়তা অর্জন করেছে।

 

এখানেই শেষ নয় শুধুমাত্র অনমোলের চেহারা নয় তার বংশবিস্তার করার ক্ষমতায় অসাধারণ। ৩০০ থেকে ৯০০ গবাদি পশুর প্রজননে সাহায্য করতে পারে এই আনমোল। এই লাভজনক ব্যবসা করে প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয় হয় তার মালিক গিলের। আনমোলের দৈনিক খরচ অত্যন্ত বিলাসবহুল, প্রায় ১৫০০ টাকা। মহিষটির খাদ্যতালিকায় রয়েছে শুকনো ফল, ডালিম, কলা, দুধ, ডিম এবং আরও অনেক কিছু। পাশাপাশি তেল কেক, সবুজ ঘাস এবং দেশি ঘি।

 

সব মিলিয়ে একটি পুষ্টিকর ডায়েট। এছাড়াও, আনমোলকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন দু'বার বিশেষ বাদাম এবং সরষের তেলের মিশিয়ে স্নান করানো হয়। আনমোলকে বিক্রি করার জন্য ২৩ কোটি টাকার অফার পাওয়ার পরেও তার মালিক গিল কিন্তু তাকে নিজের ভাইয়ের মতই ভালোবাসে। সে এই প্রাণীটিকে বিক্রি করার কোনও ইচ্ছা প্রকাশ করেননি।