আজকাল ওয়েবডেস্ক: ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাতের পর, বুধবার ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।  খাস কলকাতায় লর্ডসের মোড়ে কাছে সান্ধ্য বাজারে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে খবর পেয়েই পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন, পরে আরও একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছয় বলে খবর।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ।

লর্ডসের মোড়ের কাছে সান্ধ্যবাজারের কাছে পরপর যে খাবারের দোকান রয়েছে, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক কিভাবে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট জানা না গেলেও, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দোকানগুলির মধ্যেই কোনও একটি দোকানে আগুন লাগে, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে । বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রাই প্রথমে আগুন দেখেন, সঙ্গে সঙ্গে অন্যদের সজাগ করা হয়, খবর দেওয়া হয় দমকলে এবং পুলিশে। স্থানীয়রা প্রাথমিক আভবে আগুন নেভানোর কাজে হাত লাগান। 

বাজার এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোনও হতাহতের ঘোটনা ঘটেনি বলেই জানা গিয়েছে এই সংবাদ লেখার সময় পর্যন্ত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে আনোয়ার শাহ রোডেও।  

 

মঙ্গলবার সন্ধেবেলা ই এম বাইপাসের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, এক বাড়ি থেকে ছড়িয়েছিল আগুন। ঠিক তার পরের দিন ফের খাস কলকাতায় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকঘণ্টা পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। এখনও আগুন সামগ্রিকভাবে  নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর পাওয়া গিয়েছে।