অস্কার-স্পেশ্যাল পোস্টার
অস্কারে যাচ্ছে পরিচালক কিরণ রাওয়ের ছবি ‘লাপতা লেডিজ’। আগামী বছর অস্কারে ভারতের এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে নারী ক্ষমতায়নের উপর তৈরি হওয়া এই ছবি। সহজ কথায়, অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে এই ছবি। এবার এই ছবির জোর প্রচার শুরু করলেন কিরণ ও ছবির নির্মাতারা। সেই সুবাদে 'লাপতা লেডিজ'-এর একটি আনকোরা নতুন ঝকঝকে পোস্টারও প্রকাশ করা হল। রঙিন ও মজাদার সেই পোস্টারে ছবির গুরুত্বপূর্ণ অভিনেতা-অভিনেত্রীদের হাজির করা হয়েছে।
'বেবি জন'-এ আসছেন সলমন
‘জুড়ুয়া ২’ ছবিতে অতিথি শিল্পী হিসাবে হাজির হয়েছিলেন সলমন খান। অল্প সময়ের জন্য হলেও বরুণ ধাওয়ানের সঙ্গে দারুণ জমেছিল 'ভাইজান'-এর রসায়ন। জল্পনা চলছিল, ‘বেবি জন’-এ বরুণ ধাওয়ানের সঙ্গে আবার কাঁধে কাঁধ মিলিয়ে পর্দায় হাজির হতে চলেছেন সলমন খান।
এতদিন এই বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে বরুণ জানিয়েছেন ‘বেবি জন’-এ সলমন থাকছেন। কিন্তু কতক্ষণ তাঁকে পর্দায় দেখা যাবে তা খোলসা করে না বললেও, দর্শকের মনে যে বহুদিন পর্যন্ত সলমনের এই চরিত্রের অনুরণন থেকে যাবে তা জোর গলায় দাবি করেছেন বরুণ। ফিসফাস শোনা যাচ্ছে, এই ছবিতে বরুণের সঙ্গে দুরন্ত সব অ্যাকশন করতে দেখা যাবে 'টাইগার'কে।
‘চির-কিশোর’ সিদ্ধার্থ
তিনি কিশোর কুমারের গানের অন্ধ ভক্ত। তিনি, সিদ্ধার্থ মলহোত্রা। এতটাই যে তাঁর গাড়িতে শুধুই নাকি বাজে কিশোরের গাওয়া সব গান। শুটিংয়ে যাওয়ার আগে গাড়িতে যেতে যেতে কিশোরের নানা ধরনের গান শুনতে থাকেন তিনি, কারণ কিশোরের স্বর শুনে অদ্ভুত এনার্জি পান তিনি। অনেকসময় জিমেও শরীরচর্চা করাকালীনও তিনি শুনে নেন, কিশোরকুমার। সম্প্রতি, দিল্লিতে এক গাড়ির সংস্থার অনুষ্ঠানে একথা জানালেন খোদ 'যোদ্ধা' ছবির নায়ক।
