আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআই পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর, টুর্নামেন্ট হাইব্রিড মডেলে করার আর্জি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে জবাব চেয়েছিল আইসিসি। পিসিবি আগের দিন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার থেকে মেল প্রাপ্তির কথা স্বীকার করেছে। তবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে রাজি নয় তাঁরা। সেই কারণেই বিকল্প ব্যবস্থা ভেবে রাখছে আইসিসি। বোর্ডের এক সূত্র জানায়, 'পিসিবি যতক্ষণ না চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকে সরে আসছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে করার কথা চলছে। ফাইনাল দুবাইয়ে হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে,‌‌ তাঁদের হাইব্রিড পদ্ধতিতে কোনও সমস্যা নেই। তবে সেক্ষেত্রে ফাইনাল দুবাইয়ে হতে হবে, পাকিস্তানে নয়।' 

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করার প্রস্তাব দেওয়া হয়েছে পিসিবিকে। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে, টুর্নামেন্ট আয়োজনের পুরো টাকা তাঁদের দেওয়া হবে। একইসঙ্গে অধিকাংশ ম্যাচ পাকিস্তানে হবে বলে আশ্বস্ত করা হয়েছে। সোমবার এই বিষয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানান, 'আইসিসি পিসিবিকে জানিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও টুর্নামেন্ট আয়োজনের পুরো অর্থ তাঁরা পাবে। পাশাপাশি অধিকাংশ ম্যাচ পাকিস্তানেই হবে।' যদি শেষপর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট আয়োজন করতে না চায়, পুরো চ্যাম্পিয়ন্স লিগ দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে রাজি নয় পিসিবি। আইসিসির থেকে আরও স্বচ্ছতার আশায় তাঁরা। ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের যথাযত কারণ জানতে চেয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি দেবে পিসিবি।