অরিন্দম মুখার্জি, পুরুলিয়া: পুলিশি তৎপরতার মাধ্যমে বানচাল হয়ে গেল ডাকাতির ছক। পুলিশের জালে ধরা পড়ল দুই ডাকাত। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদায়। 

 

 

জানা গিয়েছে, ধৃতদের নাম টিঙ্কু দাস ও বুধু রজক। রবিবার গভীর রাত নাগাদ ঝালদা থানার পুলিশ গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে, ঝালদার গোলা সড়কের রেল গেটের কাছে বেশ কয়েকজন দুষ্কৃতি জড়ো হয়েছে। ডাকাতি করার ছক কষছে তারা। খবর পেয়ে দ্রুততার সঙ্গে পুলিশ দলবল নিয়ে সেই স্থানে পৌঁছয়। কিন্তু আগাম টের পেয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ পৌঁছনোর আগেই কয়েকজন চম্পট দেয় সেখান থেকে। ঝালদা থানার পুলিশ ধাওয়া করে সেই দুষ্কৃতীর দলকে। কিছুদূর তাড়া করে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে তারা। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয় লোহার রড সহ বেশ কিছু ধারালো অস্ত্র। গ্রেফতার করা হয় তাদের। 

 

 

ইতিমধ্যেই ঝালদা পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। শুরু হয়েছে তদন্ত। বাদ বাকি দলটাকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই দলের উৎপাত কিছুদিন বলেই বেড়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই দুই দুষ্কৃতীই পুরুলিয়া ঝালদা শহরের দু'নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একজন আনন্দবাজার হাটতলা এবং অন্যজন পুরনো ঝালদায় থাকে। এই দুই ব্যক্তিকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে তাদের জেলা আদালত দোষী সাব্যস্ত করে আগামী চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।