আজকাল ওয়েবডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না বিরাট কোহলি। তারই মধ্যে তারকা ক্রিকেটারকে বিরাট স্বীকৃতি দিলেন ভারতের প্রাক্তন স্পিনার। টেস্টে এবং সাদা বলের ক্রিকেটে এমএস ধোনি এবং বিরাট কোহলিকে ভারতের সেরা অধিনায়ক বেছে নিলেন লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। ৬৮ টেস্টে নেতৃত্ব দেন কোহলি। তারমধ্যে ভারত জিতেছে ৪০ টিতে। ১১টি ড্র হয়েছে, এবং ১৭টি টেস্টে হেরেছে। ৫৮.৮২ শতাংশ জয়। টেস্টে সবচেয়ে বেশি সফল কোহলি। তাঁর নেতৃত্বে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে রেকর্ড ৪২ মাস একনম্বরে ছিল ভারত। অন্যদিকে ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। ২০১১ বিশ্বকাপ সহ দলকে ১১০ জয় এনে দিয়েছেন। টেস্টে ৫৫ শতাংশ জয়। ছাপিয়ে যান মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড।
এবার কোহলির ভূয়সী প্রশংসা করলেন শিবরামাকৃষ্ণণ। তারকা ক্রিকেটারের মাইন্ডসেটের প্রশংসায় পঞ্চমুখ। ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তুলনা টানলেন। লক্ষ্মণ বলেন, 'কোহলির আগ্রাসী মনোভাব ও নিজেই উপভোগ করে। আবেগ সবসময় দেখানো উচিত। মাঠে মেশিনের মতো কখনওই হওয়া উচিত নয়। স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো আচরণ থাকা দরকার। চোখের ইশারায় বোলারদের মধ্যে ভয় ধরিয়ে দিত। কোহলির আগ্রাসন, এবং ধোনির হিমশীতল মনোভাব। দুটোই সেরা। আমার মনে হয়, লাল বলের ক্রিকেটে সেরা অধিনায়ক বিরাট কোহলি, এবং সাদা বলের ক্রিকেটে এমএস ধোনি।' তাঁর খেলোয়াড় জীবনের সেরা অধিনায়ক হিসেবে সুনীল গাভাসকরকে বেছে নেন প্রাক্তন স্পিনার।
