আজকাল ওয়েবডেস্ক: ভোটের প্রচারে গিয়ে বিপত্তি। বিজেপির মঞ্চেই মাথায় হাত মিঠুন চক্রবর্তীর। নির্বাচনী প্রচারে গিয়ে খোয়ালেন ম্যানিব্যাগ। এখনও পর্যন্ত খোয়া যাওয়া মানিব্যাগ উদ্ধার হয়নি। বিজেপি নেতার এহেন বিপত্তিতে শোরগোল পড়েছে এলাকায়।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে ম্যানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ ধানবাদ জেলার নিরসার এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ঝাড়খণ্ডে ধানবাদের নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। প্রথমে খোশ মেজাজেই ছিলেন। কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। অভিযোগ, প্রচারে এসেই মিঠুন চক্রবর্তীর ম্যানিব্যাগ খোয়া যায়। এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্বরা মঞ্চ থেকেই মাইকিং করে এই বিষয়টি জানান। বারবার মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করা হয়। জানানো হয়, ব্যাগে জরুরি নথি রয়েছে। চটজলদি যেন মানিব্যাগ ফেরানো হয়।
প্রসঙ্গত, ১৩ ও ২০ নভেম্বরে ঝাড়খণ্ডে মোট ৮২ আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়ী হয়েছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সেই রাজ্যেই ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। ঘনঘন প্রচারে নজর কাড়তে চাইছে বিজেপি। এবার বিজেপির মঞ্চেই ঘটল চুরির ঘটনা। খোদ মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরি গেল। জানা গিয়েছে, অভিনেতার মানিব্যাগে জরুরি কাগজপত্র ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ব্যাগ উদ্ধার হয়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে।
