রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ নভেম্বর ২০২৪ ১৭ : ২১Pallabi Ghosh
বাপি মণ্ডল: রাত পোহালেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ হবে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা মজুত রেখেছে। ছয় বিধানসভার সব ক'টি বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার জন্য মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথের বাইরে অবশ্য রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মীরাই নিরাপত্তার দায়িত্বে থাকছেন। কমিশনের বিশেষ নজর থাকছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি বিধানসভার দিকে।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের ছয় জন বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। তার মধ্যে পাঁচ জন তৃণমূলের বিধায়ক রয়েছেন। রয়েছেন বিজেপিরও এক বিধায়ক। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে ছ'জনকেই বিধায়ক পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি বিধায়কশূন্য ওই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করে। রাত পোহালেই উপনির্বাচনের ভোটগ্রহণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে হাজি নুরুল ইসলাম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দল তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে হাজি নুরুল সাংসদ নির্বাচিত হন।
অন্যদিকে, নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিক গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার পার্থকেই দল প্রার্থী করে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে তিনিও সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে হাড়োয়া ও নৈহাটিতে উপনির্বাচন হচ্ছে। হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে সদ্যপ্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলামকে। তাঁর বিরুদ্ধে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাজি নুরুল আইএসএফ প্রার্থীকে প্রায় ৮১ হাজার ভোটে পরাজিত করেছিলেন। বিজেপি তৃতীয় স্থানে ছিল। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল হাড়োয়ায় প্রায় এক লক্ষ ১১ হাজার ভোটে লিড পেয়েছে। স্বাভাবিকভাবে হাড়োয়া কেন্দ্রে বিরোধীদের পিছনে ফেলে তৃণমূল অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে। তবে আইএসএফও লড়াই জারি রেখেছে।
অন্যদিকে নৈহাটি বিধানসভা কেন্দ্রে পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী করেছে পুরসভার দু'বারের চেয়ারম্যান পারিষদ সনৎ দে-কে। উল্লেখযোগ্য বিষয়, বামেদের একদা দুর্ভেদ্য ঘাঁটি নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। তারা আসনটি সিপিআই (এমএল) লিবারেশনকে ছেড়ে দিয়েছে। রাজ্যে প্রথমবার বাম জোটের অন্তর্ভুক্ত হল লিবারেশন। বিজেপি ও কংগ্রেস এখানে আলাদা করে প্রার্থী দিয়েছে। বিরোধীদের পিছনে ফেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে শাসকদল তৃণমূল ব্যাপকভাবে প্রচারের হাওয়া পালে টেনেছে। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল ১৫ হাজারেরও বেশি। গঙ্গাপাড়ের শহর নৈহাটিতে জয়ের ব্যাপারে তৃণমূল বেশ আশাবাদী হয়ে উঠেছে। তবে বিরোধীরাও বিনাযুদ্ধে মাটি ছাড়তে নারাজ।
কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভার মোট ভোটার দুই লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। তার মধ্যে মহিলা ভোটার এক লক্ষ ৩০ হাজার ৩৯৩ জন। পুরুষ ভোটার এক লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন। ভোটগ্রহণে আঁটোসাঁটো নিরাপত্তার জন্য মোট ৩১টি সেক্টর করা হয়েছে। মোট বুথ ২৯৭টি। উত্তেজনাপ্রবণ বুথ ৩৪টি। বুথে নিরাপত্তায় মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন ১৬৭০ জন। মোট ভোটকর্মীর সংখ্যা ১১১৬। সঙ্গে ২৭টি কুইক রেসপন্স টিমের গাড়ি ঘুরবে গোটা হাড়োয়া বিধানসভা এলাকায়।
অন্যদিকে নৈহাটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৯৩ হাজার ৮৩৪। পুরুষ ভোটার ৯৬ হাজার ৭৪ জন। মহিলা ভোটার ৯৭ হাজার ৭৫২ জন। মোট বুথের সংখ্যা ২১০। ভোট পরিচালনার জন্য ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন এক হাজারেরও বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাক ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন সর্বত্র সক্রিয় থাকবে।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা