আজকাল ওয়েবডেস্ক :  সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ চোঁয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিরল প্রজাতির তক্ষক পাচারের সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল। উদ্ধার হয়েছে পাচারের জন্য আনা তক্ষকটি। 

 

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিদের নাম -সুজাউদ্দিন শেখ, ফিরোজ আহমেদ এবং প্রদীপ ঘোষ। এদের মধ্যে প্রথম দু'জনের বাড়ি বেলডাঙা থানা এলাকায় এবং প্রদীপের বাড়ি হরিহরপাড়া থানার চোঁয়া গ্রামে। 

 

জেলা পুলিশের এক আধিকারিক বলেন- সোমবার রাতে তারা গোপন সূত্রে খবর পান চোঁয়া গ্রামের বাসিন্দা প্রদীপ ঘোষ কোনও একটি জায়গা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক তার বাড়িতে এনে রেখেছে। সোমবার গভীর রাতে সুজাউদ্দিন এবং ফিরোজ সেই তক্ষকটি নেওয়ার জন্য প্রদীপের বাড়িতে যান। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানা পুলিশের একটি দল চোঁয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে বিরল প্রজাতির তক্ষকটি সহ গ্রেপ্তার করে। 

 

পুলিশ সূত্রে খবর -উদ্ধার হওয়ার তক্ষকটিকে ভিনদেশে পাচারের পরিকল্পনা ছিল ধৃত তিন ব্যক্তির। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া তক্ষকটির মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের অনুমান বাংলাদেশের কোনও জঙ্গল থেকে বিরল প্রজাতির এই তক্ষকটি ধরা হয়েছিল। বিভিন্ন ধরণের ওষুধ তৈরির জন্য চিন দেশে তক্ষকের ব্যাপক চাহিদা রয়েছে। আকারের উপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে এক একটি তক্ষক ৮-১৫ লক্ষ টাকা মূল্যে বিক্রি হয়। 

  

ধৃত তিন ব্যক্তি কোথা থেকে তক্ষকটি পেয়েছিল এবং কার কাছে তারা নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার ধৃত তিন ব্যক্তির সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাদের বহরমপুরে জেলা আদালতে পেশ করা হয়েছে।