আজকাল ওয়েবডেস্ক :নাসা সম্প্রতি এক মহাজাগতিক সতর্কবার্তা জারি করেছে। মহাকাশের অজানা গভীরতা থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল আকারের গ্রহানু , যার নাম 'অপোফিস'। গ্রিক পুরাণের 'অরাজকতার দেবতা'র নামে নামকরণ করা এই গ্রহানু পৃথিবীর কক্ষপথে বিপজ্জনকভাবে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অপোফিসের ব্যাস প্রায় ৩৪০ মিটার। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অ্যাস্টারয়েডটি ১৩ নভেম্বর পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। তবে বিজ্ঞানীদের আশঙ্কা, কোনো অপ্রত্যাশিত কক্ষপথ পরিবর্তন ঘটলে এটি পৃথিবীতে আঘাত হানতে পারে।
নাসার জ্যোতির্বিজ্ঞানী জেসিকা ব্রাউন বলেন, "অপোফিসের গতিপথ এবং গতি আমাদের জন্য উদ্বেগজনক। যদিও এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে, তবে ক্ষতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা পরিস্থিতি নজরে রাখছি।"
এই গ্রহানুর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। বিজ্ঞানীরা বলছেন, অপোফিস যদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তবে এটি একটি ছোট দেশের সমান এলাকা সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম।
পৃথিবীর মানুষ এখন উৎকণ্ঠিত। বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে চলেছেন এই বিপদ থেকে মুক্তির উপায় খুঁজে বের করার জন্য। মহাজাগতিক এই ক্ষতির মুখে মানুষের প্রযুক্তি ও জ্ঞানের পরীক্ষা হতে চলেছে।
পরবর্তী কিছু দিন মহাকাশ বিজ্ঞান ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভবিষ্যৎ কী হবে, তা নির্ভর করছে বিজ্ঞানীদের জ্ঞান ও প্রচেষ্টার উপর। তবে এটি পৃথিবীতে আসবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
