বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | রোহিতের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় হ্যাটট্রিক দেখছেন বোর্ডের প্রাক্তন নির্বাচক প্রধান

Sampurna Chakraborty | ১২ নভেম্বর ২০২৪ ১৬ : ২৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে পরপর সিরিজ জয়। ২০১৮-১৯ সালে প্রথমবার বিরাট কোহলির নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে টিম ইন্ডিয়া। তারপর ২০২০-২১ সালে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বার অজি বধের লক্ষ্যে নামবে ভারতীয় দল। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে এসেছে টিম ইন্ডিয়া। এই হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পাঁচটি টেস্টের মধ্যে অন্তত চারটি জিততেই হবে। এই সেটব্যাক সত্ত্বেও প্রাক্তন তারকা এবং প্রাক্তন প্রধান নির্বাচক চেতন শর্মা মনে করছেন, ভারতীয় দল অস্ট্রেলিয়ায় ভাল খেলবে। রোহিতের নেতৃত্বে এখনও ভরসা রাখছেন তিনি। চেতন বলেন, 'আমি ১০০ শতাংশ নিশ্চিত যে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাবে। রোহিতের নেতৃত্বে আমরা অস্ট্রেলিয়ায় জয়ের হ্যাটট্রিক করব। আরও একবার বিপক্ষের ঘরের মাঠে ভারত অস্ট্রেলিয়াকে হারাবে। ভারতের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফর আমরা উপভোগ করি। সবচেয়ে ভাল দিক হল, আমরা আগেরবার সিরিজ জিতেছি। সেই হিসেবে আমাদের দেখা হবে।'

ভারতের প্রাক্তন তারকা মনে করেন, ভারত নয়, চাপ থাকবে অস্ট্রেলিয়ার ওপর। তার প্রধান কারণ পরিসংখ্যান। শেষ দু'বার জেতায় মনোবল ভাল জায়গায় থাকবে টিম ইন্ডিয়ার। এই প্রসঙ্গে চেতন বলেন, 'ওদের ঘরের মাঠে আমরা দু'বার অস্ট্রেলিয়াকে হারিয়েছি। ওদের চিন্তা করা উচিত, আমাদের না। ভারতের ওপর নয়, অস্ট্রেলিয়ার ওপর চাপ থাকবে। চাপ প্যাট কামিন্সের ওপর, রোহিতের ওপর না। ওদের প্লেয়াররা বলছে সিরিজটা ভাল হবে। তারমানে বুঝে নিতে হবে ওরা কতটা ঘাবড়ে আছে।' বিরাট এবং রোহিতের ব্যাটে রান নেই। দীর্ঘদিন ফর্মে নেই। ভারতের প্রাক্তন নির্বাচক প্রধানের দাবি, অস্ট্রেলিয়াতেই ছন্দে ফিরবে দুই তারকা। চেতন শর্মা বলেন, 'দেশের জন্য রোহিত এবং বিরাটের অবদানকে সম্মান জানানো উচিত। ওদের মতো প্লেয়াররা কখনো অফফর্মে থাকে না। তাই ওদের ক্ষেত্রে এরকম ভাবা উচিত না। আমরা সবসময় ওদের নিয়ে আলোচনা করি, চাই সর্বত্র সফল হোক। অপেক্ষা করে দেখুন ওরা অস্ট্রেলিয়ায় কী করে। ওদের ব্যাট কথা বলবে।' সিনিয়রদের পাশাপাশি শুভমন গিল এবং যশস্ব জয়েসওয়ালের প্রশংসা করেন চেতন শর্মা। 


#Rohit Sharma#India vs Australia#Chetan Sharma



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কটকে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, সমর্থকদের সুবিধার্থে থাকছে বিশেষ সার্ভিস...

বুমরা অনিশ্চিত, সামি পুরোপুরি তৈরি নয়! ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলকে ঘিরে বাড়ছে আশঙ্কা...

অবসরের চাপ রোহিতের ওপর, ভবিষ্যৎ নিয়ে বার্তা বোর্ডের...

বেঙ্গালুরুর রাস্তায় দ্রাবিড়ের গাড়িকে ধাক্কা অটোর, তারপর যা হল.....

ব্রাভোর রেকর্ড ভেঙে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ...

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...

বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...

ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...

এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...

পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...

সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...

বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...

২৪ ঘণ্টারও কম সময়ে দু’‌দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?‌...

পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...



সোশ্যাল মিডিয়া



11 24