আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে পরপর সিরিজ জয়। ২০১৮-১৯ সালে প্রথমবার বিরাট কোহলির নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে টিম ইন্ডিয়া। তারপর ২০২০-২১ সালে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বার অজি বধের লক্ষ্যে নামবে ভারতীয় দল। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে এসেছে টিম ইন্ডিয়া। এই হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পাঁচটি টেস্টের মধ্যে অন্তত চারটি জিততেই হবে। এই সেটব্যাক সত্ত্বেও প্রাক্তন তারকা এবং প্রাক্তন প্রধান নির্বাচক চেতন শর্মা মনে করছেন, ভারতীয় দল অস্ট্রেলিয়ায় ভাল খেলবে। রোহিতের নেতৃত্বে এখনও ভরসা রাখছেন তিনি। চেতন বলেন, 'আমি ১০০ শতাংশ নিশ্চিত যে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাবে। রোহিতের নেতৃত্বে আমরা অস্ট্রেলিয়ায় জয়ের হ্যাটট্রিক করব। আরও একবার বিপক্ষের ঘরের মাঠে ভারত অস্ট্রেলিয়াকে হারাবে। ভারতের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফর আমরা উপভোগ করি। সবচেয়ে ভাল দিক হল, আমরা আগেরবার সিরিজ জিতেছি। সেই হিসেবে আমাদের দেখা হবে।'
ভারতের প্রাক্তন তারকা মনে করেন, ভারত নয়, চাপ থাকবে অস্ট্রেলিয়ার ওপর। তার প্রধান কারণ পরিসংখ্যান। শেষ দু'বার জেতায় মনোবল ভাল জায়গায় থাকবে টিম ইন্ডিয়ার। এই প্রসঙ্গে চেতন বলেন, 'ওদের ঘরের মাঠে আমরা দু'বার অস্ট্রেলিয়াকে হারিয়েছি। ওদের চিন্তা করা উচিত, আমাদের না। ভারতের ওপর নয়, অস্ট্রেলিয়ার ওপর চাপ থাকবে। চাপ প্যাট কামিন্সের ওপর, রোহিতের ওপর না। ওদের প্লেয়াররা বলছে সিরিজটা ভাল হবে। তারমানে বুঝে নিতে হবে ওরা কতটা ঘাবড়ে আছে।' বিরাট এবং রোহিতের ব্যাটে রান নেই। দীর্ঘদিন ফর্মে নেই। ভারতের প্রাক্তন নির্বাচক প্রধানের দাবি, অস্ট্রেলিয়াতেই ছন্দে ফিরবে দুই তারকা। চেতন শর্মা বলেন, 'দেশের জন্য রোহিত এবং বিরাটের অবদানকে সম্মান জানানো উচিত। ওদের মতো প্লেয়াররা কখনো অফফর্মে থাকে না। তাই ওদের ক্ষেত্রে এরকম ভাবা উচিত না। আমরা সবসময় ওদের নিয়ে আলোচনা করি, চাই সর্বত্র সফল হোক। অপেক্ষা করে দেখুন ওরা অস্ট্রেলিয়ায় কী করে। ওদের ব্যাট কথা বলবে।' সিনিয়রদের পাশাপাশি শুভমন গিল এবং যশস্ব জয়েসওয়ালের প্রশংসা করেন চেতন শর্মা।
