আজকাল ওয়েবডেস্ক:‌ অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাক স্পিনার নোমান আলি। আইসিসির বিচারে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে দুরন্ত পারফর্ম করেছিলেন নোমান আলি। পাক বাঁহাতি স্পিনারের সঙ্গে লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। কিন্তু বাকিদের পিছনে ফেলে সেরার তকমা নোমানের গলায়।


এর আগে গত বছরের আগস্টে সেরা ক্রিকেটারের তকমা পেয়েছিলেন বাবর আজম। তারপর এই প্রথম কোনও পাক ক্রিকেটার এই শিরোপা পেলেন। তাঁর এই সাফল্য দলকে উৎসর্গ করেছেন নোমান। বলেছেন, ‘‌খুব খুশি। দলের হয়ে পারফর্ম করতে পেরে।’‌ প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে ২০ উইকেট নিয়েছিলেন নোমান। একটিতে ১১ ও অন্যটিতে ৯। 


এর আগে ২০২১ সালেও পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছিলেন নোমান। তখন তাঁর সেরা বোলিং ছিল ৮/‌৪৬। কিন্তু এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন নোমান।