আজকাল ওয়েবডেস্ক: দিনের বেলায় হালকা গরম। বাতাসে শুষ্কতা। রাত বাড়লেই শিরশিরানি জানান দিচ্ছে দোরগোড়ায় শীত! কেক আর পিঠেপুলির সুবাসে মন মাতিয়ে তোলার সময় হাজির হচ্ছে। আলমারি থেকে লেপ-কম্বল, সোয়েটার-জ্যাকেট বেরিয়ে এল বলে! বছরভর বন্দি থাকার পর ব্যবহার করলেই তো হবে না, মানতে হবে কয়েকটি টিপস। তাহলে জেনে নিন কীভাবে যত্ন নেবেন?

প্রথমেই লেপ, কম্বল, জ্যাকেট, সোয়েটার সবকিছু ব্যবহারের আগে রোদে দিন৷ বাড়িতে ছাদ থাকলে সোনায় সোহাগা, নয়তো জানলায় বা ব্যালকনিতে রোদে মেলে দিতে পারেন৷ নাহলে দুর্গন্ধ বেরোতে পারে

সোয়েটার গরম জলে কাচার চেষ্টা করুন৷ কখনও কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না। ভাল মানের তরল ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। ধোয়ার সময় জলে একটু পাতিলেবুর রস ও ভিনিগার দিতে পারেন। এতে রং ঠিক থাকবে।

পশমের জামা ইস্ত্রি করার সময় অতি অবশ্যই তার উপর সুতির চাদর বিছিয়ে নিন। সোয়েটার বা উলের পোশাকে কখনও পারফিউম দেওয়া উচিত নয়। এতে পোশাক নষ্ট হয়। একইসঙ্গে লেদারের কাপড় লন্ড্রিতে পরিষ্কার করা উচিত। জ্যাকেট অনেক পুরনো হয়ে গেলে ভিতরের লাইনিং পাল্টে নিতে পারেন।

লেপ শিমুল তুলোর হলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিতে পারেন। তাতেই লেপের উপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি কেচে নিন। লেপ বা কম্বলের কভার নিয়মিত বদলান৷ সপ্তাহে দু'বার বদলাতে পারলে সবচেয়ে ভাল৷ লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল।