আজকাল ওয়েবডেস্ক: জন্মের পর থেকেই যৌনাঙ্গে তীব্র ব্যথা। ছোটবেলায় একাধিকবার যন্ত্রণার কথা পরিবারকে জানিয়েছিল। কিন্তু চিকিৎসকরা বুঝতে পারেননি যন্ত্রণার কারণ কী। সেই যন্ত্রণা নিয়েই ৩৬ বছর কাটিয়ে দিলেন তরুণী। অবশেষে জানতে পারলেন যন্ত্রণার আসল কারণ। চিকিৎসকদের ভুলে তাঁর যৌনাঙ্গে আটকে ছিল একটি ছুঁচ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ১৮ বছর আগে এক্স রে করে তরুণী জানতে পারেন, তাঁর যৌনাঙ্গে আটকে রয়েছে একটি ছুঁচ। একাধিকবার অপারেশনের চেষ্টা করেও তা সফল হয়নি। এখনও ছুঁচটি তাঁর যৌনাঙ্গেই আটকে রয়েছে।
তরুণী জানিয়েছেন, জন্মের পর থেকেই যন্ত্রণা সহ্য করতেন। বয়স বাড়লেও ব্যথা কমেনি। ব্যথা কেন হচ্ছে, তার জন্য বহু হাসপাতালে গিয়ে পরীক্ষানিরীক্ষা করিয়েছেন। ওষুধ খেয়েছেন। তবুও কমেনি। একসময় তাঁর পেটেও যন্ত্রণা শুরু হয়। ১৮ বছর আগে এক চিকিৎসক তাঁকে এক্স রে করানোর পরামর্শ দেন। তারপরেই তরুণী জানতে পারেন, তাঁর যৌনাঙ্গে আটকে রয়েছে একটি ছুঁচ।
পরিবারের তরফে জানানো হয়েছে, তরুণীর জন্মের সময় নার্সের ভুলে যৌনাঙ্গে একটি ছুঁচ ঢুকে যায়। চিকিৎসক সেটি হাত দিয়ে বের করার চেষ্টা করেন। অতিরিক্ত রক্তপাত যাতে না হয়, তার জন্য অপারেশন করেননি চিকিৎসক। কিন্তু ছুঁচটি থেকেই যায় ভিতরে। ঘটনাটি পরিবারকে জানানো হয়নি হাসপাতালের তরফে। এই ঘটনার পর তরুণী ও তাঁর পরিবারের তরফে হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়নি। আর্থিক ক্ষতিপূরণ চাননি। তবে তরুণী আশাবাদী, অপারেশন করালে এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পাবেন।
